• মেদিনীপুর হোম থেকে নিউ জার্সির পথে সুদীপ, চোখে জল ২ মায়ের
    এই সময় | ০৬ জানুয়ারি ২০২৫
  • মেদিনীপুরের হোম থেকে আমেরিকা পাড়ি দেবে বছর চারেকের খুদে সুদীপ (নাম পরিবর্তিত)। মাত্র ৬ মাসের সুদীপকে খড়্গপুর স্টেশনে ফেলে পালিয়ে গিয়েছিল বাবা-মা। এর পর থেকে মেদিনীপুরের সরকারি হোমই তার ঠিকানা। সুদীপকে কোলে পিঠে করে মানুষ করেছেন হোমের কর্মী অনিমা মাহাতো, সোনামণি মান্ডিরা। কিন্তু সম্প্রতি বাবা-মা-বাড়ি পেয়েছে সে। পাড়ি দেবে সুদূর নিউ জার্সিতে। ছেলের ঘর পাওয়ার আনন্দ যেমন রয়েছে, তেমনই তাকে ছেড়ে থাকতে হবে ভেবেই চোখে জল অনিমা, সোনামণির।

    সাড়ে ৩ বছর আগে সুদীপকে উদ্ধার করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা শিশু সুরক্ষা দপ্তর। সেই সময়ে তাঁর শারীরিক কিছু সমস্যা থাকলেও আপাতত বছর চারেকের এই শিশু সম্পূর্ণ সুস্থ।বিদ্যাসাগর বালিকা ভবনে (সরকারি হোম)-ই তার বেড়ে ওঠা। হোমেই জাঁকজমকে পালিত হয়েছিল তার অন্নপ্রাশন। এখন সুদীপের বয়স প্রায় চার। তাকে দত্তক নিয়েছে নিউ জার্সির এক দম্পতি। মঙ্গলবার সকালে তার নতুন বাবা-মায়ের হাত ধরে বিদেশে পাড়ি দেবে সে।

    সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের জেলাশাসকের কার্যালয়ে জেলা প্রশাসন তথা জেলা শিশু সুরক্ষা দপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে তাকে দত্তক দেওয়া হয় ওই বিদেশি দম্পতিকে।

    সোমবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তরফে অতিরিক্ত জেলাশাসক কেমপা হোন্নাইয়া বলেন, ‘এই হোম থেকে ৫৭ জন শিশুকে দত্তক দেওয়া হয়েছে। এদের মধ্যে ৬ জন শিশুকে দত্তক নিয়েছেন বিদেশি দম্পতিরা।’

    এ দিকে সুদীপের জন্য মন খারাপ তাঁর দুই ‘মা’ অনিমা, সোনামণির। তাঁদের কাছেই মানুষ সুদীপ। অনিমা কাজের জন্য নিজের দুই সন্তানকে ছেড়ে মেদিনীপুরে থাকেন। হোমের খুদেদের কাছে তিনিই মা। কোলে পিঠে করে তিনি মানুষ করেছেন সুদীপকে। একরত্তি নতুন ঘর পাবে জেনে খুশির আভা তাঁর মুখে। কিন্তু সে চলে যাচ্ছে অনেক দূরে। সোমবার পড়ন্ত বিকেলে হাসি-কান্না মিলে মিশে একাকার। ছলছল চোখে ছেলেকে বাড়ি পাঠালেন তাঁরা।

  • Link to this news (এই সময়)