রবিবার ওই বিজেপি পঞ্চায়েত সদস্যের স্বামী-সহ ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে ইসলামপুর সাইবার ক্রাইম থানার পুলিশ। উল্লেখ্য, রাজ্যে ট্যাব জালিয়াতি কাণ্ডের একাধিক চাঁই গ্রেপ্তার হয়েছিল উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুর থেকে। এ বার সেই জেলাতেই রাজ্যের দেওয়া আবাসের টাকা নিয়েও প্রতারণার ঘটনা চিন্তায় ফেলেছে প্রশাসনকে।
জানা গিয়েছে, আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর একাধিক উপভোক্তার অ্যাকাউন্ট থেকে ২০, ২১, ২৬ হাজারের বেশি টাকা গায়েব হয়েছে। বিপাকে পড়েন উপভোক্তারা। এরপরেই তাঁরা ইসলামপুর সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করেন।
তদন্তে নেমে উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য আরতি বিশ্বাসের স্বামী মনজিৎ বিশ্বাসকে আটক করেছে পুলিশ। পাশাপাশি শুভেন্দু বিশ্বাস নামে ওই এলাকারই এক সাইবার ক্যাফের মালিককেও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতরও। উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইয়া আগরওয়াল বলেন, ‘পুলিশের উপর ভরসা রয়েছে। কেউ অপরাধী হলে তাঁকে গ্রেপ্তার করা হবে।’
অন্যদিকে, পাঞ্জিপাড়া গ্রাম পঞ্চায়েতের বিজেপি সদস্য সুদর্শন বিশ্বাস দাবি করেছেন, ‘পুলিশ যে দু’জনকে আটক করেছে তাঁরা নির্দোষ। পুলিশ কেন তাঁদের আটক করল তা জানি না। আশা করছি পুলিশের তদন্তে প্রকৃত দোষীরা ধরা পড়বে।’
এই ঘটনা প্রসঙ্গে ইসলামপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার ডেন্ডুপ শেরপা বলেন, ‘তদন্ত এগোচ্ছে। অপরাধীদের রেয়াত করা হবে না।’
তথ্য সহায়তা: বিশ্বরূপ বিশ্বাস