কালিয়াচক-১ ব্লকের আলিপুর-২ অঞ্চলের শেরশাহীর লক্ষ্মীপুরের বাসিন্দা ওই দুই শিশু। সাইকেলে করে ওই দুই নাবালক যাচ্ছিল। একজন রাস্তার ধারেই পড়ে থাকা বোমাকে বল ভেবে হাতে তুলে নেয়। কয়েক সেকেন্ড পরেই সেটা পাশেই মাটিতে ফেলে দেয় ওই নাবালক। সঙ্গে সঙ্গে বোমাটি ফেটে যায়।
ওই রাস্তা দিয়ে এক ব্যক্তি যাচ্ছিলেন। তিনি ওই দুই শিশুকে উদ্ধার করেন। বোমার বিকট আওয়াজে ঘটনাস্থলে জড়ো হন আশেপাশের স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় পুলিশকে। ইতিমধ্যেই ঘটনাস্থলের কাছের একটি সিসিটিভি ফুটেজ উদ্ধার করেছে পুলিশ। কী ভাবে রাস্তার ধারে বোমা এল খতিয়ে দেখছে কালিয়াচক থানার পুলিশ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ইংরেজবাজারের কাউন্সিলার দুলাল সরকারকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুন করা হয়। বাইকে চেপে এসে তিন জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে গুলি করে যায়। কাউন্সিলারকে হত্যার ঘটনার রেশ কাটতে না কাটতেই কালিয়াচকে বোমা উদ্ধারের ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে এলাকায়।