শুভেন্দুর জেলায় বিজেপির বিরাট অস্বস্তি, তৃণমূলের দখলে মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েত...
আজকাল | ০৭ জানুয়ারি ২০২৫
আজকাল ওয়েবডেস্ক: তৃণমূলে যোগ দিলেন পূর্ব মেদিনীপুরের মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের দুই সদস্য জয়দেব বেরা ও কাকলি বেরা। ফলে বিজেপির হাত ছাড়া হতে চলেছে এই গ্রাম পঞ্চায়েত। খুব শীঘ্রই এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল বোর্ড গড়বে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক।
মুগবেড়িয়া গ্রাম পঞ্চায়েতটিতে মোট আসন সংখ্যা ২১টি। গত পঞ্চায়েত ভোটে বিজেপি জয়লাভ করেছিল ১১টি তে, তৃণমূল কংগ্রেস ১০টিতে। এবার বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসের ২ গ্রাম সদস্য যোগদান করলেন। ফলে তৃণমূলের আসন সংখ্যা বেড়ে দাঁড়াল ১২। সদ্য বিজেপি ত্যাগী পঞ্চায়েত সদস্যদের দাবি, পদ্ম প্রতীকে জয় লাভ করার পর উন্নয়ন না হওয়ায় তাঁদের এলাকা পিছিয়ে পড়ছিল। শুধু তাই নয়, দলের মধ্যেও গোষ্ঠী কোন্দল প্রচণ্ড মাথাচাড় দিয়েছে। তাই তাঁরা শাসক শিবিরে যোগদান করলেন।
বিজেপির দুই গ্রাম সদস্যের সঙ্গেই ঘাস-ফুলে যোগদান করছেন স্থানীয় আরও বেশ কয়েকজন বিজেপি নেতা, কর্মী। যদিও বিজেপির অভিযোগ, দুই পঞ্চায়েত সদস্যকে ভয়-ভীতি দেখিয়ে দলে টেনেছে তৃণমূল। এইভাবে দল ভাঙিয়ে আসলে ভোটারদের মতামতকেই অবজ্ঞা করা হচ্ছে। এর জবাব আগামী নির্বাচনগুলোতে তৃণমূল হাড়ে হাড়ে টের পাবে।