বাংলায় ভোটার তালিকায় মহিলার সংখ্যা কম, জুড়ল প্রায় ১১ লক্ষ নতুন নাম
আজ তক | ০৭ জানুয়ারি ২০২৫
রাজ্যের ভোটার তালিকায় যুক্ত হয়েছে ১০ লক্ষ ৭৮ হাজার নতুন ভোটারের নাম। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে জানাল জাতীয় নির্বাচন কমিশন। চলতি বছরের পয়লা জানুয়ারির হিসাব অনুযায়ী এই ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে।
নির্বাচন কমিশন জানিয়েছে, রাজ্যে এখন মোট ভোটারের সংখ্যা ৭ কোটি ৬৩ লক্ষ ৯৬ হাজার ১৬৫ জন। খসড়া তালিকায় এই সংখ্যাটি ছিল ৭ কোটি ৬০ লক্ষ ১৪ হাজার ৭১৬। চূড়ান্ত তালিকায় পুরুষ ভোটারের সংখ্যা হয়েছে ৩ কোটি ৮৭ লক্ষ ৯৩ হাজার ৭৪৩। মহিলা ভোটারের সংখ্যা ৩ কোটি ৭৬ লক্ষ ৬১১। পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা কম। সেখানে তৃতীয় লিঙ্গের ভোটারের সংখ্যা ১,৮১১।
অর্থাৎ রাজ্যের পুরুষ ও মহিলা ভোটারের পার্থক্য এখন প্রায় ১১ হাজার। পশ্চিমবঙ্গে যে কোনও ভোটে মহিলা ভোট একটা বড় ফ্যাক্টর হয়ে ওঠে। সেদিক থেকে বিচার করলে নির্বাচন কমিশনের চূড়ান্ত ভোটার তালিকা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
নির্বাচন কমিশনের তালিকা অনুসারে, এবারের ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। যার মধ্যে দু জায়গাতে নাম ছিল এমন ভোটারের সংখ্যা ৯ হাজার ১৩০ জন।
চূড়ান্ত তালিকায় নতুন ১০ লক্ষ ৭৮ হাজার ১১৯ জন ভোটারের নাম সংযোজিত হয়েছে। তালিকা থেকে নাম বাদ পড়েছে ৬ লক্ষ ৯৬ হাজার ৬৭০ জনের নাম। নির্বাচন কমিশন জানিয়েছে, তালিকা থেকে বাদ পড়া ভোটারদের মধ্যে মৃতের সংখ্যা ৪ লক্ষ ৯০২। একই জনের একাধিকবার ভোটার তালিকায় নাম ছিল এমন সংখ্যা ৯ হাজার ১৩০। জায়গা পরিবর্তন করেছেন ২ লক্ষ ৮৬ হাজারের কিছি বেশি জন।