বাংলার ট্রফি জয়ের নায়ককে বিশেষ সম্মান, রাজ্যকে চিঠি দিচ্ছে বর্ধমান পুলিশ
প্রতিদিন | ০৭ জানুয়ারি ২০২৫
সৌরভ মাজি, বর্ধমান: বাংলার সন্তোষ ট্রফি জয়ে নায়ক রবি হাঁসদাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে চায় পূর্ব বর্ধমান জেলা পুলিশ। রাজ্যের কাছে প্রস্তাব পাঠানো হচ্ছে বলে জানান পুলিশ সুপার সায়ক দাস। সোমবার বর্ধমানের টাউন হলে পূর্ব বর্ধমান জেলা প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয় রাজ্য তথা বাংলার গর্ব রবি হাঁসদাকে। রাজ্যের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ সংবর্ধনা মঞ্চেই বলেছেন, বাংলার গর্ব রবি হাঁসদা ভারতীয় দলে না খেলা পর্যন্ত যেন লক্ষ্যে অবিচল থাকে। খ্যাতির কারণে কোনওভাবেই যেন হারিয়ে না যান। সেই মঞ্চেই রবি হাঁসদাকে জেলা পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে আগ্রহের কথা জানান পুলিশ সুপার।
সন্তোষ ট্রফি জয়ের পর রবিবার বাড়ি ফেরেন রবি। সেদিনও মঙ্গলকোট, ভাতারে সংবর্ধিত করা হয় ঘরের ছেলেকে। এদিন প্রশাসন ও জেলা পরিষদের উদ্যোগে টাউন হল ময়দানে সংবর্ধিত করা হয় রবিকে। ধামসা মাদল সহযোগে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে রবি হাঁসদাকে স্বাগত জানানো হয়। তাঁর হাতে জেলা প্রশাসনের তরফে উপহার তুলে দেওয়া হয়। পাশাপাশি, রবি হাঁসদা প্রশিক্ষককেও এদিন সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ছিলেন জেলাশাসক আয়েশা রানী এ, মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাপতি শ্যামা প্রসন্ন লোহার সহ অন্যান্যরা। রবি হাঁসদা বলেন, “এই সংবর্ধনা পেয়ে আমি খুবই উৎসাহিত। আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলার লক্ষ্য রয়েছে। সেই লক্ষ্যকে সামনে রেখেই প্রস্তুতি নিচ্ছি।”
মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, “রবি হাঁসদা বাংলার গর্ব। সে আমাদের জেলার ছেলে। তার আরও সাফল্য প্রার্থনা করছি। রবি হাঁসদার মূল লক্ষ্য ভারতীয় ফুটবল দলে অংশগ্রহণ করা। সেই লক্ষ্যে পৌঁছানোর আগে খ্যাতির কারণে তিনি যেন হারিয়ে না যান। রবি হাঁসদা বাংলার তরুণ প্রজন্মের খেলোয়াড়দের কাছে অনুপ্রেরণা।” পুলিশ সুপার সায়ক দাস জানান, “রবি হাঁসদা রাজ্য পুলিশের চাকরিতে যোগ দিচ্ছেন। এই ফুটবলারকে আমরা জেলা পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডর করতে চাই।” রবি পুলিশের চাকরিতে যোগ দেওয়ার পরেই সেটা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে জেলা পুলিশ এই বিষয়ে রাজ্যে প্রস্তাব পাঠাচ্ছে। রবি পুলিশের চাকরিতে যোগদানের পর পোস্টিং কী বর্ধমানে হবে তা নিয়েও জল্পনা শুরু হয়েছে।