এ দিন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস বলেন, ‘কলকাতা ও শহরতলিতে প্রতি দিন ৩,৩০০ বাসের ট্রিপ চলে। মুখ্যমন্ত্রীর নির্দেশে গত এক মাসে ট্রিপের সংখ্যা প্রায় ৮০০-৯০০ বৃদ্ধি করা হয়েছে। কিন্তু আমরা বুঝতে পারছি যে, তা-ও যথেষ্ট নয়। আরও বাস ও ট্রিপের সংখ্যা বাড়ানো দরকার। আমরা দ্রুত এই সমস্যার সমাধানের চেষ্টা করব।’
অনেক যাত্রীই বলছেন, সন্ধ্যার দিকে বাস মিললেও রাতে একাধিক রুটে সরকারি-বেসরকারি বাস একেবারেই পাওয়া যাচ্ছে না। একাধিক বাস টাইম টেবিল মেনে চলাচল করছে না। সময়ে বাস না পাওয়ায় অফিস যাতায়াতেও সমস্যা হচ্ছে। পরিবহণ মন্ত্রী বলেন, ‘সেই কারণেই আমরা শহরের ব্যস্ততম জায়গাগুলিতে ঘুরে ঘুরে বোঝার চেষ্টা করছি যে, কোন রুটে বাসের সংখ্যা বাড়াতে হবে।’