• রামানন্দ কলেজে ভূগোল বিভাগের পুনর্মিলন উৎসব
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, বিষ্ণুপুর: রবিবার রামানন্দ কলেজে ভূগোল বিভাগের পুনর্মিলন উৎসব পালিত হয়। ওইদিন কলেজের অডিটোরিয়াম হলে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষা স্বপ্না ঘোড়ই। উপস্থিত ছিলেন  অধ্যাপক মানবকুমার দাস, রাজেশকুমার গুঁই, স্মিতা বন্দ্যোপাধ্যায় প্রমুখ। 


    এছাড়াও ভূগোল বিভাগের কয়েকশো প্রাক্তনী উপস্থিত ছিলেন। প্রাক্তনীদের মধ্যে অনেকেই শিক্ষকতা সহ অন্যান্য পেশায় নিযুক্ত রয়েছেন। দূর দূরান্তের কর্মস্থল থেকে তাঁরা ওই অনুষ্ঠানে যোগ দেন। অনেকেই কলেজ জীবনের স্মৃতিচারণা করেন। প্রাক্তনীরা একে অপরের সঙ্গে মিলিত হওয়ায় কার্যত নস্টালজিক হয়ে পড়েন।  সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি ভূগোল বিভাগ সহ কলেজের সার্বিক উন্নয়নের বিষয়ে আলোচনা হয়। 


    প্রাক্তনীদের মধ্যে মড়ার সম্মিলনী বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লবকুমার ঘোষ ও হুগলি কলেজিয়েট স্কুলের সহ শিক্ষক নিতাই ঘোষ বলেন, এবার আমাদের বিভাগে দ্বিতীয়বার পুনর্মিলন অনুষ্ঠান হল। প্রত্যেকেই কর্মজীবনে ব্যস্ততার মধ্যে থাকেন। তারই মধ্যে পুরনো সহপাঠীদের সঙ্গে দেখা হওয়া এবং নিজেদের সুখদুঃখ ভাগ করার সুযোগ পাওয়ার জন্য এই পুনর্মিলন উৎসবের যথেষ্ট গুরুত্ব রয়েছে।  
  • Link to this news (বর্তমান)