নাইট ক্লিনিং, সিকিউরিটি ব্যবস্থা খতিয়ে দেখতে রাতে ‘টিম পুরসভা’ নিয়ে হানা মহকুমা শাসকের
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, হলদিয়া: শিল্পশহরে নাইট ক্লিনিং, নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা খতিয়ে দেখতে রবিবার মধ্যরাতে ‘টিম পুরসভা’ নিয়ে হানা দিলেন হলদিয়ার পুর প্রশাসক তথা মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। শহরের বাজারহাট পরিচ্ছন্ন করার কাজ ঠিকমতো হচ্ছে কি না, তিনি সরেজমিনে খতিয়ে দেখেন। প্রবল শীতের রাতেও সাফাই কর্মীদের কাজ দেখে তিনি খুশি। তাঁদের উৎসাহিত করতে গরম চা খাওয়ালেন সবাইকে। একইসঙ্গে খতিয়ে দেখলেন পুরসভার সিকিউরিটি গার্ডরা ঠিকভাবে নাইট ডিউটি করছেন কি না। তাঁর সঙ্গে ছিলেন পুরসভার ফিনান্স অফিসার দুলাল সরকার।
পুর প্রশাসক বলেন, পুরসভা ঘুরে উন্নয়নের কাজ, পুর পরিষেবা, সিকিউরিটি খতিয়ে দেখার উদ্দেশ্যেই কখনও ছুটির দিনে, কখনও রাতে আচমকা ভিজিট করে পুরসভার টিম। রাতে ভবঘুরেদের গরম জামাকাপড় দেওয়ার পাশাপাশি পুরসভার নিজস্ব সিকিউরিটি ব্যবস্থা এবং নাইট ক্লিনিং খতিয়ে দেখার জন্য টিম আকারে ভিজিট করেছি।
পুরসভার কর্মী চন্দন বেরা বলেন, মাসখানেক আগে পুরসভার ব্যস্ত বাজার এলাকায় নাইট ক্লিনিং চালু হয়েছে। টাউনশিপ মাখনবাবুর বাজার, দুর্গাচক নিউমার্কেট, চিরঞ্জীবপুর এবং সুতাহাটায় নাইট ক্লিনিং চলছে। জিপিএস ট্র্যাকিংয়ের মাধ্যমে ওরা কাজ করছে কি না জানা যায়। ওই ব্যবস্থা চালু হওয়ায় স্থানীয় বাজার কমিটিও খুশি। প্রায় ৬০ জন সাফাইকর্মী রাতে একাজ করেন। দিনে ও রাতে সাফাই কর্মীদের কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এজন্য নতুন কর্মী নিয়োগ করতে হয়নি।
ওইদিন রাতে টাউনশিপে সাফাইকর্মীরা কাজের সময় একটি সমস্যা নজরে আসে পুর প্রশাসকের। এক সিভিক ভলান্টিয়ার সাফাই কর্মীদের রাতের কাজে ঝামেলা করছে বলে অভিযোগ। অভিযোগ, টাউনশিপের ওই সিভিক ভলান্টিয়ারের দাদাগিরিতে তটস্থ সাফাইকর্মীরা। পুলিসের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেন পুর প্রশাসক। পুরসভার আধিকারিক দুলাল সরকার বলেন, পুরসভার বিভিন্ন সম্পদ ও পার্কগুলি রক্ষার জন্য নিজস্ব সিকিউরিটি রয়েছে। তারা ঠিকমতো নাইট ডিউটি করছে কি না তা খতিয়ে দেখে পুরস্কার দেওয়ার ব্যবস্থাও হয়েছে। তিনি বলেন, ওইদিন রাতে দুর্গাচকের আবাসন এলাকাও ঘুরে দেখেছি। সুপার মার্কেট সংলগ্ন আবাসন এলাকা থেকে চুরির অভিযোগ নিয়ে আবাসিকরা পুরসভায় এসেছিলেন।
পুর প্রশাসক বলেন, পুর কর্তৃপক্ষ হলদিয়ায় দেড় কোটি টাকা খরচে ভবঘুরেদের জন্য আবাস গড়েছে কয়েক বছর আগে। মাঝখানে নানা কারণে সেই আবাস বন্ধ হয়ে যায়। হলদিয়ার ভবঘুরেদের জন্য পুরসভা মানবিক উদ্যোগ নিয়েছে শীতের সময়ে। রবিবার রাতে প্রচণ্ড ঠান্ডা পড়ায় ভবঘুরের পাশে থাকার চেষ্টা করেছে পুরসভা। তাদের গরম জামাকাপড় দিয়েছে পুরসভার টিম।