• বাজারে টাস্কফোর্স
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, পতিরাম: সব্জির দাম নিয়ন্ত্রণে রাখতে বালুরঘাটের তহ বাজারে হানা দিল টাস্ক ফোর্স। কৃষি বিপণন, ক্রেতা সুরক্ষা দপ্তর সহ পুলিস প্রশাসনের আধিকারিকররা যৌথভাবে অভিযান চালান। অভিযানে বেরিয়ে ব্যবসায়ী এবং সাধারণ ক্রেতাদের সঙ্গে কথা বলেন আধিকারিকরা। ব্যবসায়ীদের কাছে আলু, পেঁয়াজ, রসুন সহ অন্য সব্জির দাম জিজ্ঞেস করেন আধিকারিকরা। মহাজনদেরও সতর্ক করা হয়। এখন সব্জির দাম কেমন রয়েছে, তা জানতেই এই অভিযান বলে আধিকারিকরা জানিয়েছেন। জেলা সহ কৃষি বিপণন অধিকর্তা শ্যামল মাঝি বলেন, আগামী দিনে বালুরঘাটের অন্য বাজারে অভিযান চলবে। বালুরঘাট মহকুমার সহ কৃষি অধিকর্তা (বিষয়বস্তু) মানস কুমার মাহাত বলেন, সবকিছুর দাম ঠিকঠাক রয়েছে। সব সব্জির দাম সাধারণ মানুষের নাগালের মধ্যেই।  বালুরঘাট বড়বাজার এলাকায়  আধিকারিকরা। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)