• অফিস টাইমে মাথাভাঙা ও তুফানগঞ্জ রুটে ১৫ মিনিট অন্তর বাস নিগমের
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কোচবিহার: অফিসটাইমে যাত্রী পরিষেবায় আরও জোর দিচ্ছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগম। প্রতিদিন কোচবিহার থেকে মাথাভাঙা এবং তুফানগঞ্জ রুটে কয়েক হাজার মানুষ যাতায়াত করেন। বাসই তাঁদের ভরসা। বর্তমানে এই রুট দু›টিতে অফিস টাইমে আধ ঘন্টা পরপর বাস চালায় এনবিএসটিসি। কিন্তু যাত্রী সংখ্যা বেশি থাকায় এই দুই রুটে অফিস টাইমে আধ ঘণ্টার পরিবর্তে ১৫ মিনিট পরপর বাস চালানোর সিদ্ধান্ত নিয়েছে নিগম। সোমবার কোচবিহারের সেন্ট্রাল বাস টার্মিনাসে গিয়ে যাত্রী পরিষেবা খতিয়ে দেখেন নিগমের চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। যাত্রী, কর্মীদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি নিগমের আধিকারিকদের সঙ্গেও কথা বলে সমস্যা জেনে নেন। 


    দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের বাস যেমন কম রয়েছে, তেমনই চালক, কন্ডাক্টর প্রভৃতির সংখ্যাও কম। সম্প্রতি নিগম কয়েকটি রকেট বাস রাস্তায় নামিয়েছে। কিন্তু, সেগুলি সবই দূর-পাল্লার। কিন্তু ব্যস্ত রুটে বাস চালালে নিগমের লাভ যেমন বেশী, তেমনই সাধারণ মানুষ উপকৃত হবেন। সেদিকে লক্ষ্য রেখে ওই দুই রুটে অফিস টাইমে বাসের সংখ্যা বাড়াচ্ছে নিগম। 


    নিগমের চেয়ারম্যান বলেন, আমরা রাস্তায় নেমে যাত্রীদের সবটা খোঁজ নিয়েছি। অনেক যাত্রী জানিয়েছেন মাথাভাঙা, তুফানগঞ্জ রুটে বাসের সংখ্যা বাড়ানো হোক। ওই রুটে অফিস টাইমে বাসের সংখ্যা বাড়ানো হবে। আধিকারিকদের সঙ্গে পরিবহণ ভবনে বৈঠক করেছি। 


    নিগম সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমে কন্ডাক্টর রয়েছেন ৭৮জন। চুক্তিভিত্তিক পুরুষ কন্ডাক্টর ৭৮০ জন। চুক্তিভিত্তিক মহিলা কন্ডাক্টর ৫৭জন। এজেন্সির মাধ্যমে নিযুক্ত কন্ডাক্টরের সংখ্যা রয়েছে ২১৬ জন। অপরদিকে, গ্রেড-১ চালক মাত্র একজন। গ্রেড-২ চালক রয়েছেন ৩১ জন। চুক্তিভিত্তিকচালক রয়েছেন ৭৮২ জন। এজেন্সির মাধ্যমে চুক্তি ভিত্তিক চালক রয়েছেন ২৪৫ জন। পয়লা জানুয়ারি ২০২৫-এর এই পরিসংখ্যান অনুসারে এদিন আলোচনা হয়েছে। আগামীদিনে কিভাবে আরও সুষ্ঠুভাবে বিভিন্ন রুটে বাস চালানো যায় সেদিকেও নজর রাখছে নিগম।
  • Link to this news (বর্তমান)