• ১০ বছরেও মেটেনি জমির সমস্যা, হিতেনকে নিয়ে এসডিওর দরবারে সাবেক ছিটমহলবাসী
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, মাথাভাঙা: জমির মালিকানার সমস্যা মেটেনি। নাগরিকত্ব নিয়েও পড়তে হচ্ছে প্রশ্নের মুখে। এনিয়ে দিন কাটছে নলগ্রাম ছিটমহলবাসীর।  সাবেক ছিটমহলের সমস্যা সমাধানে এবার প্রশাসনের দ্বারস্থ হলেন বাসিন্দারা। সোমবার নলগ্রাম ছিটমহলবাসীকে সঙ্গে নিয়ে মাথাভাঙা মহকুমা শাসকের সঙ্গে কথা বলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিতেন বর্মন। তিনি বলেন,  ছিটমহল বিনিময়ের দশ বছর হয়েছে। অথচ জমির মালিকানা নিয়ে তৈরি হওয়া সমস্যার সমাধান হয়নি। দিল্লি সহ ভিনরাজ্যে নাগরিকত্ব নিয়ে সাবেক ছিটের বাসিন্দাদের বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে। এসডিওকে বিষয়টি জানানো হয়েছে। তিনি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন।


    ২০১৫ সালে ছিটমহল বিনিময় হওয়ার পর সাবেক ছিটমহলের জমি জরিপ করে ভূমি ও ভূমি সংস্কার দপ্তর। তারপর বাসিন্দাদের জমির খসড়া খতিয়ান দেওয়া হয়। অভিযোগ, জমি জরিপের পর যে খসড়া খতিয়ান ২০১৮ সালে দেওয়া হয়েছে তা ভুলে ভরা। অনেক বাসিন্দার যে পরিমাণ জমি জরিপ হয়েছিল, সেটা খতিয়ানে ওঠেনি। অনেকের বেশি জমি উঠেছে। এনিয়ে বারবার আবেদন করেও ভূমি ও ভূমি সংস্কার দপ্তর পদক্ষেপ নেয়নি। এদিন প্রাক্তন মন্ত্রীকে নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বাসিন্দারা। 


    এদিন সাবেক ছিটমহলের বাসিন্দা জ্ঞানেন্দ্রনাথ বর্মন, বলেনচন্দ্র রায়, নিরঞ্জন বর্মন বলেন, ভুলে ভরা খতিয়ান সমাধানে আমরা এলাকায় জরিপ করার দাবি জানিয়েছিলাম। কিন্তু ভূমি সংস্কার দপ্তর আশ্বাস দিয়েই ছেড়ে দিয়েছে। অনেকেই নিজের জমি চিকিৎসা ও মেয়ের বিয়ের জন্য বিক্রি করতে চাইলেও তা পারছেন না। একইসঙ্গে দিল্লি সহ ভিনরাজ্যে কাজে যাওয়া পরিযায়ী শ্রমিকদের হেনস্তার মুখে পড়তে হচ্ছে। তাদের কাছে জমির কাগজ দেখতে চাইছেন। এনিয়েই আমরা মহকুমা শাসককে স্বারকলিপি দিলাম। আমাদের সঙ্গে প্রাক্তন মন্ত্রীও ছিল। হিতেনবাবু বলেন, মহকুমা শাসককে ভিনরাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকদের হেনস্তা হওয়ার বিষয়টিও জানানো হয়েছে। উনি সেটা জেলাশাসকের মাধ্যমে রাজ্যে জানানোর আশ্বাস দিয়েছেন। মাথাভাঙার মহকুমা শাসক নবনীত মিত্তল বলেন, সাবেক ছিটমহলের বাসিন্দারা এসেছিলেন। ওনাদের সমস্যা শুনেছি। এনিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। 
  • Link to this news (বর্তমান)