• সাদা পায়রা উড়িয়ে জেলা বইমেলা উদ্বোধন
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: বুনিয়াদপুরে ২৯ তম দক্ষিণ দিনাজপুর জেলা বইমেলার উদ্বোধন করলেন মন্ত্রী সিদিকুল্লাহ চৌধুরী। ২৯টি বেলুন ও সাদা পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন হয়। সেইসঙ্গে বুনিয়াদপুরে মডেল লাইব্রেরি করার ঘোষণাও করলেন মন্ত্রীর। দুই দশক পর বুনিয়াদপুর ফুটবল মাঠে বইমেলাকে ঘিরে ছিল নানা আয়োজন। দুপুরে মাঠ থেকে পড়ুয়া ও গঙ্গারামপুর মহকুমার বইপ্রেমীরা শোভাযাত্রায় পা মেলান। জেলার ঐতিহ্য মুখোশ নাচ শোভাযাত্রায় অংশ নেয়। বুনিয়াদপুর শহরজুড়ে শোভাযাত্রা হয়। উদ্বোধনে গ্রন্থাগার মন্ত্রী সিদিকুল্লাহর সঙ্গে ছিলেন মন্ত্রী বিপ্লব মিত্র,  জেলাশাসক বিজিন কৃষ্ণা প্রমুখ। 


    মেলা প্রাঙ্গনে রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পের প্রতীকী ঘরের উদ্বোধন হয়। রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের স্টল রাখা হয়েছে সাধারণ মানুষকে সচেতন করতে। ভারতীয় ডাক বিভাগ শিশুদের আধার কার্ড তৈরির কাজ করছে। মেলা প্রাঙ্গনে ৭৫টি স্টল করা হয়েছে। তার মধ্যে ৬৪টি স্টলে থাকবে বইয়ের সম্ভার। বইমেলার প্রথম সন্ধ্যাতেই মানুষের ভিড় হয়। মন্ত্রী সিদিকুল্লাহ বলেন, বুনিয়াদপুরে চারটি লাইব্রেরি আছে। তার মধ্যে একটি মডেল লাইব্রেরি হবে। জেলা শাসককে বিষয়টি জানিয়ে গেলাম। তরুণ সমাজ ও নতুন প্রজন্মকে বই পড়তে পরামর্শ দেন মন্ত্রী। তিনি বলেন, সমাজ গড়তে হলে বই পড়তে হবে। বইমেলায় বই পড়ুন, বই কিনুন।  নিজস্ব চিত্র 
  • Link to this news (বর্তমান)