• বাইসনের আতঙ্ক
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, আলিপুরদুয়ার: রবিবার সন্ধ্যায় কালচিনির দক্ষিণ সাঁওতালি গ্রামে দলছুট একটি বাইসনের গুঁতোয় মারা গিয়েছিলেন বুধু ওরাওঁ (৬০)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার দুপুরে দক্ষিণ সাঁওতালির পাশের গ্রাম উত্তর মেন্দাবাড়ি গ্রামে ঢুকে পড়েছিল আরও একটি বাইসন। এনিয়ে গ্রামে দিনভর বাসিন্দারা আতঙ্কে কাটান। খবর পেয়ে জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। তিন ঘণ্টার চেষ্টায় কুনকি হাতির পিঠে করে ঘুমপাড়ানি গুলি ছুঁড়ে বাইসনটিকে বাগে আনতে সক্ষম হন বনকর্মীরা। পরে পূর্ণবয়স্ক পুরুষ বাইসনটিকে জাতীয় উদ্যানের জঙ্গলে নিয়ে যাওয়া হয়। জলদাপাড়া জাতীয় উদ্যানের ডিএফও প্রবীণ কাসোয়ান বলেন, স্বাস্থ্য পরীক্ষা করে বাইসনটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)