• চেয়ারম্যানকে নিরাপত্তা
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: মালদহে তৃণমূল কাউন্সিলার খুনের পর নিরাপত্তার স্বার্থে কালিয়াগঞ্জ পুরসভার চেয়ারম্যান রামনিবাস সাহাকে সশস্ত্র পুলিস দেহরক্ষী দেওয়া হল। সোমবার থেকেই চেয়ারম্যানের জন্য একজন সশস্ত্র দেহরক্ষী নিযুক্ত করা হয়েছে। পুরসভার চেয়ারম্যান বলেন, আগেও আমাকে নিরাপত্তা নেওয়ার কথা বলা হয়েছিল। আমি নিতে চাইনি। কালিয়াগঞ্জ শান্ত এলাকা। তাই ব্যক্তিগত নিরাপত্তার প্রয়োজন নেই। তবে বর্তমানে সরকারি নির্দেশ এসেছে। তাই দেহরক্ষী নিয়েছি।
  • Link to this news (বর্তমান)