শপিংমল কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপক ব্যবস্থা গড়ার নির্দেশ মেয়রের
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সেভক রোডের দুই মাইলের একটি শপিংমলকে অগ্নিনির্বাপক ব্যবস্থা গড়ার নির্দেশ দিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব। সোমবার মেয়র পুরসভায় ওই শপিংমল কর্তৃপক্ষ ও দমকল বিভাগের অফিসারদের নিয়ে বৈঠক করেন। পরে মেয়র বলেন, সংশ্লিষ্ট শপিংমল কর্তৃপক্ষকে অগ্নিনির্বাপক ব্যবস্থা গড়ার নির্দেশ দিয়েছি। পাশাপাশি, তাদেরকে ফায়ার সেফটি লাইসেন্স রিনিউ করতে বলা হয়েছে। বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে দমকল বিভাগ। অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে ওই শপিংমলের বিরুদ্ধে অভিযোগ অনেকদিনের। বহুতল মলটি পাব-বারের জন্য ইয়ং জেনারেশনের হট ডেস্টিনেশন। উত্সবের দিনগুলিতে সেখানে ভিড় উপচে পড়ে। এমন জায়গায় কোনও দুর্ঘটনা ঘটলে তা বড় বিপদের কারণ হতে পারে। তা সত্ত্বেও সেখানে আগুন নেভানোর নূন্যতম ব্যবস্থা না থাকায় আতঙ্ক তৈরি হয়েছে। ইতিমধ্যে দমকল বিভাগ বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট শপিংমল কর্তৃপক্ষের কাছে নোটিস পাঠিয়েছে। এরপর টক টু মেয়র কর্মসূচিতে ফোনে বিষয়টি নিয়ে মেয়রের কাছে অভিযোগ করেন স্থানীয় এক বাসিন্দা। সেজন্যই এদিন মেয়র বিষয়টি নিয়ে বৈঠক করেন। এবার ওই শপিংমল কর্তৃপক্ষের টনক নড়ে কি না, সেটাই দেখার।