• ইংলিশবাজারে বাবলা খুনের নেপথ্যে প্রভাবশালী হাত, ধারণা স্ত্রী চৈতালির
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা মালদহ: ইংলিশবাজারে বাবলা সরকার খুনের নেপথ্যে কি প্রভাবশালী হাত? সোমবার এমনই ধারণা প্রয়াত তৃণমূল কংগ্রেস নেতার স্ত্রী চৈতালি সরকারের। এদিকে নিরাপত্তার দাবি নিয়ে এদিন মালদহের জেলাশাসকের নীতিন সিঙ্ঘানিয়ার সঙ্গে বৈঠক করেন ইংলিশবাজার পুরসভার কাউন্সিলাররা। 


    দাপুটে নেতা তথা কাউন্সিলার বাবলাবাবুকে খুনের ঘটনায় এখনও পর্যন্ত পুলিস পাঁচ জনকে গ্রেপ্তার করেছে। আরও দুই অভিযুক্তকে ধরিয়ে দেওয়া এবং তাদের সন্ধান দেওয়ার জন্য দু’লক্ষ টাকা করে পুরস্কার ঘোষণা করেছে জেলা পুলিস। কিন্তু যারা ধরা পড়েছে এবং পুলিস যাদের খোঁজ চালাচ্ছে তারা কেউই শ্যুটআউটের মূল মাথা নয় বলে ইঙ্গিত প্রয়াত নেতার স্ত্রী চৈতালি সরকারের। সোমবার তিনি বলেন, আমার একটাই দাবি যেভাবে নৃশংসভাবে আমার স্বামীকে হত্যা করা হয়েছে,এটা কোনও ছোটখাট ঘটনা নয়। যারা একটা মানুষের প্রাণ নিয়ে নিয়েছে, তাদের ধরতে হবে। প্রত্যেকদিন নতুন নতুন মানুষকে ধরা হচ্ছে। কিন্তু যারা আসল মাথা, তাদেরকে ধরার জন্য যেন ব্যবস্থা নেওয়া হয়। 


    এদিকে, ইতিমধ্যেই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে অসন্তোষ প্রকাশ করতে শোনা গিয়েছে তাঁকে। সঠিক তদন্তের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে কথা বলারও ইচ্ছে প্রকাশ করেছেন বাবলাপত্নী। অন্যদিকে, সোমবার নিহত তৃণমূল নেতার বাড়িতে যান রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাঁর সামনেই এদিন সংবাদমাধ্যমের কাছে স্বামী খুনের মূল মাথাদের গ্রেপ্তারের দাবি করেন চৈতালিদেবী। এদিন চন্দ্রিমা ভট্টাচার্যও তাঁদের বাড়িতে দেখা করতে এসেও একই দাবি করে বলেন, ভাড়াটে খুনিদের পুলিস গ্রেপ্তার করছে। তাদেরকে কেউ ভাড়া করেছে। সেই ‘কেউ’ কেই খুঁজে বের করতে হবে। 
  • Link to this news (বর্তমান)