সংবাদদাতা, তুফানগঞ্জ: সোমবার সদ্যোজাতর মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ শহর লাগোয়া নাককাটিগাছ গ্রাম পঞ্চায়েতের কামাতফুলবাড়ি কালিকা রোড এলাকায়। এদিন পরিত্যক্ত একটি বাড়ির সামনে কাপড়ে মোড়ানো অবস্থায় ওই সদ্যোজাত শিশুর দেহ দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে পুলিস পৌঁছে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। বিষয়টি নিয়ে গ্রাম পঞ্চায়েত সদস্য কমলেশ বর্মন বলেন, স্থানীয়রাই শিশুর দেহ পড়ে থাকতে দেখেন। কীভাবে এখানে দেহটি এল তা খতিয়ে দেখছে পুলিস।