• বধূর অস্বাভাবিক মৃত্যু, চাঞ্চল্য
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: সোমবার সকালে শিলিগুড়ির শান্তিনগরে এক গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। পুলিস জানিয়েছে, মৃতার নাম ভগবতী পাল। এদিন শিলিগুড়ি পুরনিগমের ৩৬ নম্বর ওয়ার্ডের শান্তিনগরে তাঁর ঝুলন্ত দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে আশিঘর ফাঁড়ির পুলিস পৌঁছে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠায়। মৃতার পরিবারের অভিযোগ, পণের জন্য তাঁকে খুন করা হয়েছে। পণের জন্য ভগবতীকে তাঁর স্বামী মারধর করত। এর আগেও দু’বার আত্মহত্যার চেষ্টা করেছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছেন ওই বধূর স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস।
  • Link to this news (বর্তমান)