• সংগঠন চাঙ্গা করতে মোদির ব্রিগেড চাইছে বঙ্গ বিজেপি
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দলের বেহাল সংগঠনের হাল ফেরানোই অন্যতম প্রধান লক্ষ্য। আর সেই উদ্দেশ্যে রাজ্যের বিধানসভা নির্বাচনের ঢের আগেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশ চাইছে বঙ্গ বিজেপি। সোমবার দলের শীর্ষ সূত্রে এই খবর জানানো হয়েছে। যদিও এই ব্যাপারে বিজেপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করা হয়নি। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপি নেতাদের একটি অংশের দাবি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কিংবা দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বঙ্গ সফর নিঃসন্দেহে সবসময়ই গুরুত্বপূর্ণ। কিন্তু মোদিজির একটি সমাবেশ তাঁদের ১০০টি সভার সমতুল। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে শুরু করার আগে তাঁকে একবার রাজ্যে চাইই চাই। সংসদের বাজেট অধিবেশন শুরু হলে মোদির ব্রিগেড সমাবেশ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে পারেন বাংলার সাংসদরা।
  • Link to this news (বর্তমান)