নিজস্ব প্রতিনিধি, কলকাতা: অভিষেকের নাম করে ৫ লক্ষ টাকা তোলা দাবির মামলায় বিজেপি বিধায়ককে জেরার জন্য কলকাতা পুলিস দ্বিতীয়বার নোটিস পাঠিয়েছে। কিন্তু নির্দিষ্ট দিন আগামী কাল বুধবারও (৮ জানুয়ারি) ওই বিধায়ক থানায় হাজিরা দেবেন কি না তা পরিষ্কার নয়। এনিয়ে প্রতিক্রিয়া চেয়ে যোগাযোগ করা হলে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক নিখিলরঞ্জন দে বলেন, ‘আমি ৭ জানুয়ারি পর্যন্ত সময় চেয়েছিলাম। ৭ তারিখের পর যেকোনও দিন যেতে পারি। তবে সোমবার সন্ধ্যা পর্যন্ত কলকাতা পুলিসের দ্বিতীয় নোটিস আমার হাতে আসেনি।’
কলকাতা পুলিসের এক সূত্র জানাচ্ছে, বিজেপি বিধায়ক ৮ জানুয়ারি হাজিরা দেবেন ধরে নিয়েই প্রস্তুতি নেওয়া হচ্ছে। তাঁকে বাড়তি সময় দেওয়া সম্ভব নয়। কারণ, বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ করতে না-পারার কারণেই এই মামলার তদন্ত থমকে গিয়েছে।
এমনকী এই মামলায় মূল অভিযুক্ত জুনেদুল হক চৌধুরীসহ তিনজনকে সোমবার দুপুরে ব্যাঙ্কশাল আদালতে হাজির করানো হয়। সরকারি আইনজীবী রাধানাথ রং জানান, শুক্রবার (১০ জানুয়ারি) পর্যন্ত তাদের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক। পাশাপাশি, এই মামলার তদন্তকারী অফিসার চাইলে এই তিন অভিযুক্তকে জেলে গিয়েও জেরা করতে পারবেন বলে অনুমতি দিয়েছে আদালত।