• হাইকোর্টের তৈরি চিটফান্ড কমিটিকে প্রতারণা! কঠোর অবস্থান নিল বেঞ্চ
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য হাইকোর্টের নির্দেশে গঠিত হয়েছিল একটি কমিটি। ওই কমিটির দৌলতেই টাকা ফেরত পাচ্ছেন বহু প্রতারিত আমানতকারী। অন্যদিকে, ওই কমিটির সঙ্গেই বড়সড় প্রতারণার অভিযোগ উঠেছে! জাল নথি দিয়ে চিটফান্ড সংস্থা এমপিএসের ২৫ লক্ষ টাকার বেশি লোপাট করার অভিযোগ উঠেছে এক আইটি ইঞ্জিনিয়ার এবং তাঁর বাবার বিরুদ্ধে। 


    প্রতারণায় অভিযুক্তরা আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার তা খারিজ করে দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তারসহ জেরা করারই নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ। এছাড়া ডিভিশন বেঞ্চের নির্দেশ, শুধু ওই অভিযুক্তরাই নন, তালুকদার কমিটির কোনও কর্মী বা আধিকারিকও যদি এই ব্যাপারে অভিযুক্ত হন সেক্ষেত্রে তাঁদেরকেও হেফাজতে নিতে হবে। বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, হাইকোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে এই প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। ছাড়া যাবে না কোনও অভিযুক্তকেই। বেঞ্চের নির্দেশ সম্পর্কে সরকারি কৌঁসুলি জানান, বৃহত্তর ষড়যন্ত্রের দিক খতিয়ে দেখতে হবে পুলিসকে। হাইকোর্ট এই ব্যাপারে কঠোর অবস্থানই নেবে।
  • Link to this news (বর্তমান)