• শিক্ষক নিয়োগ নিয়ে শুনানি পিছল
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার জটিলতা কাটাতে আগামী দু’ সপ্তাহ পরে মামলা বিস্তারিত শোনা হবে। সোমবার এমনটাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। আবেদনকারীরা মামলাআরও কিছুটা পিছনোর আর্জি জানান। বলেন, সংশ্লিষ্ট নথিপত্র গুছিয়ে নিতে সময় দেওয়া হোক। যদিও শীর্ষ আদালতের বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অরবিন্দ কুমারের বেঞ্চ কড়া ভাষায় জানিয়ে দেয়, মামলা পিছনো হবে না। সুপ্রিম কোর্ট সূত্রে জানা গিয়েছে, ২৪ জানুয়ারি পরবর্তী শুনানি হতে পারে।
  • Link to this news (বর্তমান)