• ভাটপাড়ায় ‘জনতার মুখোমুখি’ পার্থ
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গত লোকসভা নির্বাচনে বিজেপির সাংসদ অর্জুন সিংকে পর্যুদস্ত করেছিলেন পার্থ ভৌমিক। কিন্তু ভাটপাড়া বিধানসভা রয়েছে বিজেপির দখলেই। এবার পার্থর নজরে ভাটপাড়া দখল। সেই লক্ষ্যেই ‘জনতার দরবারে, জনতার মুখোমুখি’ কর্মসূচি শুরু করলেন পার্থ ভৌমিক। সোমবার সন্ধ্যায় ভাটপাড়া প্রেমচাঁদ শতবার্ষিকী ভবনে সমাজের বিভিন্ন স্তরের মানুষের অভাব অভিযোগ, বক্তব্য শুনলেন সাংসদ। উপস্থিত ছিলেন ভাটপাড়া পুরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ, চেয়ারম্যান পরিষদের সদস্য অমিত গুপ্তা, নুরে জামাল, তৃণমূল নেতা সৌরভ সিং।


    উপস্থিত স্থানীয় ব্যক্তিদের বক্তব্য, উন্নয়ন নিয়ে তাঁদের পরামর্শ গুরুত্ব দিয়ে শোনার পাশাপাশি লিপিবদ্ধ করেন পার্থ ভৌমিক। সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি। শ্রমিকেরা জানিয়েছেন, জুটমিলে ঠিকাদারি প্রথা বন্ধ করলে পাড়ার শ্রমিকরা ভালো থাকবেন। এই প্রসঙ্গে সাংসদ পার্থ ভৌমিক বলেন, জনতার দরবারে এসে সমাজের বিভিন্ন স্তরের মানুষ নানা ধরনের প্রস্তাব দিয়েছেন। এলাকার উন্নয়নের ক্ষেত্রে স্থানীয় বাসিন্দাদের মতামত অনেক গুরুত্বপূর্ণ। গুন্ডারাজ নিয়ে তাঁদের বক্তব্য বলেছেন। গুন্ডারাজ বন্ধ করার জন্য পুলিস-প্রশাসন যথোপযুক্ত ব্যবস্থা নিচ্ছে। এমপি ফান্ড থেকে ৮৩ লক্ষ টাকা দেওয়া হয়েছে। সেই টাকায় ভাটপাড়াজুড়ে ক্যামেরা বসানো হচ্ছে। গুন্ডারাজ বন্ধ করবই। তাঁর দাবি, ২০২৬ সালের বিধানসভায় ভাটপাড়া তৃণমূলের দখলে আসবেই।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)