কুলপিতে পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
সংবাদদাতা, কাকদ্বীপ: সোমবার ভোরে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বাড়ি লক্ষ্য করে বোমাবাজি। ঘটনাটি ঘটেছে কুলপি থানার দক্ষিণ গাজিপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ছামনাবুনি গ্রামের পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক ও তাঁর পরিবারের লোকজন। ঘটনার প্রতিবাদ জানিয়েছেন দলের বুথ সভাপতি কুতুবুদ্দিন পাইক। পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে। ওই পঞ্চায়েত সদস্য সাহারুল পাইক বলেন, ভোরবেলায় বাথরুমের দিকে বোমা ছোঁড়া হয়। বিকট শব্দ শুনে পরিবারের লোকজন বাইরে বেরিয়ে আসে। দুষ্কৃতীরা ভেবেছিল, আমি বাথরুমে রয়েছি। এদিন একটুর জন্য বেঁচে গিয়েছি। বিরোধীরা আমাকে মেরে ফেলার চক্রান্ত করেছে। বিষয়টি পুলিসকে জানিয়েছি। প্রসঙ্গত, ডিসেম্বর মাসের ৮ তারিখ সন্ধ্যা নাগাদ পাশের দৌলতপুর গ্রামে দলের পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদারকে কুপিয়ে খুন করা হয়েছিল। নামাজ পড়তে যাওয়ার সময় অন্ধকারের মধ্যে ঘিরে ধরে অতর্কিতে নুরুদ্দিনকে খুন করা হয়। নিজস্ব চিত্র