• পানিত্রাসে ২২ জানুয়ারি শুরু ৫৩তম শরৎ মেলা
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: আগামী ২২ জানুয়ারি থেকে পানিত্রাস ফুটবল মাঠে শুরু হচ্ছে ৫৩ তম শরৎ মেলা। চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। সোমবার এক সাংবাদিক সম্মেলনে একথা জানান শরৎ মেলা পরিচালন সমিতির প্রধান উপদেষ্টা আমতার বিধায়ক সুকান্ত পাল। তিনি বলেন, গত বছর শরৎ মেলাকে সামনে রেখে কথাশিল্পীর জন্মস্থান হুগলির দেবাবন্দপুর থেকে মাটি এনে বৃক্ষরোপণ করা হয়েছিল। এবার তেমনই শরৎমেলা উদযাপন কমিটির পক্ষ থেকে মেলা প্রাঙ্গণে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি মর্মর মূর্তি স্থাপন করা হবে। এছাড়াও প্রদর্শনী মঞ্চ থেকে শুরু করে মূল মঞ্চ পর্যন্ত সব জায়গায় কথাশিল্পীর সৃষ্টির নির্দশন রাখা হচ্ছে। যেখানে অভাগীর স্বর্গ, মেজদিদি, বড়দিদি, রামের সুমতি, শ্রীকান্ত ইত্যাদি রচনার ছোট ছোট কোলাজ রাখা হবে। সুকান্ত পাল বলেন, মেলা উপলক্ষ্যে রক্তদান শিবির, চক্ষু ও স্বাস্থ্য পরীক্ষা শিবির, শরৎ পুরস্কার প্রদান, গুণীজন সংবর্ধনা, সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এছাড়াও মেলায় বিভিন্ন জেলা থেকে নানা ধরনের সামগ্রীর স্টল থাকবে। এই ক’দিন কলকাতা থেকে মেলা প্রাঙ্গণ  বাস সার্ভিস থাকবে। 
  • Link to this news (বর্তমান)