সংবাদদাতা, উলুবেড়িয়া: জমি বিবাদকে কেন্দ্র করে ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কোপানোর অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে রবিবার রাতে উলুবেড়িয়ার ফুলতলা রাউতপাড়ায়। ছেলে গোপাল রাউত আশঙ্কাজনক অবস্থায় কলকাতার এস এস কে এম হাসপাতালে এখন চিকিৎসাধীন। বউমা জয়শ্রী রাউতের অভিযোগের ভিত্তিতে রাজাপুর থানার পুলিস শ্বশুর শ্যামপদ রাউতকে গ্রেপ্তার করেছে। ধৃতকে সোমবার উলুবেড়িয়া আদালতে তোলা হলে বিচারক পাঁচদিনের পুলিস হেফাজতের নির্দেশ দেন। রাজাপুর থানার পুলিস ঘটনার তদন্ত করছে।
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই পরিবারিক জমি নিয়ে শ্যামপদ রাউতের সঙ্গে ছেলে গোপাল রাউতের বিবাদ চলছিল। অভিযোগ, রবিবার রাতে সেই বিবাদ চরমে উঠলে শ্যামপদ ধারালো অস্ত্র দিয়ে গোপালের গলায় এবং কাঁধে কোপ মারে। রক্তাক্ত অবস্থায় গোপালকে প্রথমে উলুবেড়িয়ার শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। পরে এস এস কে এমে স্থানান্তরিত করা হয়। আহতের স্ত্রী জয়শ্রী রাউতের অভিযোগ, শ্বশুর সব সময় আমাদের সঙ্গে অশান্তি করে। রবিবার সকালে পিসি শাশুড়ি আমার সঙ্গে একপ্রস্থ ঝগড়া করেন। রাতে স্বামী কাজ থেকে ফেরার পর তাঁকে বিষয়টি জানালে গোপাল বাবার কাছে গিয়ে বিষয়টি জানতে চান। সেই সময় শ্বশুর, ননদ, পিসি শাশুড়ি ও ভাড়াটিয়ারা মিলে ওকে কোপায়। তাঁর অভিযোগ, পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে। তিনি দোষীদের কঠোর শাস্তির দাবি জানান।