• শ্যামবাজার মার্কেটে শুরু হরিনাম সংকীর্তন উৎসব
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হিংসা, হানাহানি রুখতে এবং বাজারে শান্তি স্থাপনের উদ্দেশ্যে আজ থেকে ৫৫ বছর আগে হরিনাম সংকীর্তনের আয়োজন শুরু করেছিলেন শ্যামবাজার মার্কেটের কয়েকজন ব্যবসায়ী। আজও শ্যামবাজারে এই ধর্মীয় উৎসব মর্যাদার সঙ্গে পালিত হয়। রবিবার সন্ধ্যায় বাজার প্রাঙ্গণে এই প্রাচীন উৎসবের সূচনা হয়। এখানে রাধাকৃষ্ণের মূর্তি ছাড়াও গৌর নিতাই ও গোপালের মূর্তি রয়েছে। সাতদিন ব্যাপী এই অনুষ্ঠানে প্রতিদিনই সন্ধ্যায় হবে ভগবত গীতা পাঠ ও আলোচনাসভা। বাজারের ব্যবসায়ীদের একাংশের বক্তব্য, এই অশান্ত সময়ে ভগবত পাঠের গুরুত্ব অসীম। তাই এই উৎসবের গুরুত্ব ক্রমশ বাড়ছে। শ্যামবাজার মার্কেট কমিটির যুগ্ম সম্পাদক সুকুমার রায় সোমবার বলেন, এই বাজারে মহানাম মহাউৎসব উপলক্ষ্যে ভগবত গীতা পাঠ ছাড়াও থাকছে অষ্টপ্রহর নাম সংকীর্তন, বাউল সংকীর্তন, নগর কীর্তন প্রভৃতি। অনুষ্ঠানের শেষ দিন ১১ জানুয়ারি দুপুরে রাধাকৃষ্ণের মূর্তির সামনে ভোগ নিবেদন করা হবে। এই উৎসবকে কেন্দ্র করে বাজারের ভিতরে তৈরি হয়েছে সুদৃশ্য মণ্ডপ। লাগানো হয়েছে বাহারি আলো। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, এই উৎসবকে কেন্দ্র করে উত্তর কলকাতা ও শহরতলির বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ আসেন।
  • Link to this news (বর্তমান)