• সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ২৬ হাজার চাকরি ও ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি, পরবর্তী তারিখ কবে?
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি-র চাকরি বাতিল এবং ওবিসি শংসাপত্র বাতিলের মতো দু'টি গুরুত্বপূর্ণ মামলার শুনানি। মঙ্গলবার সুপ্রিম কোর্টের তালিকায় এই দু'টি মামলা শুনানির জন্য নির্দিষ্ট ছিল।

    এসএসসি-র চাকরি বাতিল মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার নেতৃত্বাধীন বেঞ্চে। আদালত জানিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি হবে ১৫ জানুয়ারি। স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় কত জন যোগ্য, কতজন অযোগ্য, সেই রিপোর্ট এ দিনই সিবিআই-কে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। 

    ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানির তারিখও পিছিয়ে গিয়েছে। বিচারপতি বিআর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলার শুনানি ছিল। আদালত জানিয়েছে, আগামী ২৮ এবং ২৯ জানুয়ারি ওবিসি সার্টিফিকেট বাতিল মামলার শুনানি হবে। 



    গত বছর  ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিল। এর ফলে রাতারাতি চাকরি হারিয়েছিলেন রাজ্যের ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মী।  হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করে রাজ্য। মধ্যশিক্ষা পর্ষদ ও চাকরিহারাদের একাংশও আপিল মামলা করেছিলেন। কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। 

    অন্যদিকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ ২০১০ সালের পরে ইস্যু হওয়া রাজ্যের সমস্ত ওবিসি সার্টিফিকেট বাতিল করার নির্দেশ দিয়েছিল। প্রায় ১২ লক্ষ ওবিসি সার্টিফিকেট এর জেরে বাতিল হয়ে যায়। হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। পাশাপাশি রাজ্যের অনগ্রসর শ্রেণি কল্যাণ দপ্তরও হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আপিল মামলা করে।

  • Link to this news (এই সময়)