• বর্ষবরণে মদের জোয়ারে ভাসল উত্তর, ফরেন লিকারে এগিয়ে দার্জিলিং
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • এই সময়, শিলিগুড়ি : বড়দিন, বর্ষবরণের রাত এবং নতুন বছরের প্রথম দিন সব মিলিয়ে প্রায় ১১ কোটি টাকার মদ বিক্রি হয়েছে দার্জিলিং জেলায়। আবগারি দপ্তর সূত্রে খবর, জেলায় কান্ট্রি লিকার বা দেশি মদকে পিছনে ফেলে ফরেন লিকারের বিক্রি এক ধাপ এগিয়ে রয়েছে। মদের সঙ্গে পাল্লা দিয়ে বিক্রি হয়েছে বিয়ার।

    আবগারি দপ্তর আরও জানিয়েছেন, এই তিন দিনে মোট ৬০ হাজার লিটারের ওরপ বিক্রি হয়েছে শুধু বিয়ার। যা অন্যান্য বছরের তুলনায় অনেকটাই বেশি। দার্জিলিংয়ের আবগারি সুপারিনটেন্ডেন্ট গৌতম পাখরিনের বক্তব্য, ‘এবছর জেলায় রেকর্ড লিকার বিক্রি হয়েছে।’

    ২৫ ডিসেম্বর : বড়দিনে দার্জিলিংয়ে ৩ কোটি ২৮ লক্ষ টাকার মদ বিক্রি হয়েছে। এর মধ্যে দেশি মদ বিক্রি হয়েছে ১৫ হাজার লিটার ও বিদেশি মদ ২১ হাজার। বিয়ার বিক্রি হয়েছে ১৮ হাজার লিটার।

    ৩১ ডিসেম্বর : বর্ষবরণের রাতে পাঁচ কোটি ২৩ লক্ষ টাকার মদ দার্জিলিং জেলায় বিক্রি হয়েছে। তারমধ্যে ১৭ হাজার লিটার দেশি মদ, ৩৪ হাজার লিটার বিদেশি মদ এবং ৩৪ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে।

    ১ জানুয়ারি : ইংরেজি নববর্ষের বিপুল পরিমাণ মদ বিক্রি হয়েছে দার্জিলিংয়ের প্রায় প্রতিটি জায়গায়। এদিন প্রায় আড়াই কোটি টাকার মদ বিক্রি হয়েছে। তার মধ্যে কান্ট্রি লিকার ১০ হাজার লিটার, ফরেন লিকার ১৫ হাজার লিটার এবং ১২ হাজার লিটার বিয়ার বিক্রি হয়েছে। তবে বেসরকারি হিসেব বলছে, এই তিন দিনে দার্জিলিংয়ে প্রায় ১৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে।

  • Link to this news (এই সময়)