• শীতের মাঝেই বৃষ্টি আসছে জেলায় জেলায়, সঙ্গে পাহাড়ে তুষারপাত! দুইয়ের যোগে আগামী কয়েকদিন কাঁপবে বাংলা?
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: শীতের মাঝেই ফের বৃষ্টির সম্ভাবনা। সম্ভাবনার কথা আগেই জানিয়েছিল হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে, অর্থাৎ উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে একই সময়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। সিকিমেও ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তার প্রভাব পড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। মঙ্গলবারেও কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি ও কোচবিহারে। একদিকে শীতের মাঝেই বৃষ্টি, অন্যদিকে তুষারপাত। হাওয়া অফিসের পূর্বাভাস শুনেই অনেকে প্রশ্ন করছেন, তাহলে কি সুপর্ণাকে এতদিন ধরে করে চলা প্রশ্নের উত্তর এই সপ্তাহেই পাবে বঙ্গ। অর্থাৎ এবারেই জাঁকিয়ে শীত! 

    গত কয়েকদিনে রাজ্যে তাপমাত্রার পারদ কিছুটা পড়লেও, ফের তাপমাত্রা বেড়েছে রবিবার থেকে। মঙ্গলবার সক্লে উত্তর থেকে দক্ষিণ, দুই বঙ্গেয় জেলায় জেলায় ঘন কুয়াশার আস্তরণ ছিল। মঙ্গলবার কুয়াশার প্রিমাণ কিছুটা কম হলেও, সকালের দিকে দৃশ্যমানতা কম অনেকটাই। 

    হাওয়া অফিস বলছে, চলতি সপ্তাহে উত্তরের জেলাগুলিতে আরও কয়েকডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। সপ্তাহভর তাপমাত্রা বাড়া-কমা করবে। তবে প্রায় চার ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে হাওয়া অফিস। বুধবার থেকে ফের জেলায় জেলায় পারদ পতনের সম্ভাবনা। শুক্রবারের মধ্যে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস কমতে পারে তাপমাত্রা। এতে জাঁকিয়ে শীত নতুন বছরের শুরুতেই অনুভূত হবে বলে মনে করছেন শীতপ্রেমীরা।
  • Link to this news (আজকাল)