• দুই জেলার সংযোগকারী ব্রিজের বেহাল দশা শাসনে, ঝুঁকি নিয়ে নিয়মিত চলছে যাতায়াত
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় সেতু। দুই ২৪ পরগনা সংযোগকারী ব্রিজটির এই বেহাল দশার কারণে সমস্যায় পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিশেষ করে অসুবিধায় ছোট গাড়ি থেকে মোটরবাইক। ঘটনাটি শাসনের বোয়ালঘাটা এলাকার।


    বিদ্যাধরী নদীর উপর বহু বছর আগে তৈরি হয়েছিল লোহার রেলিং দেওয়া ব্রিজটি। বর্তমানে এই ব্রিজের পাশেই একটি কংক্রিট সেতু তৈরি হয়েছে। তবে এখনও এই সেতু দুই জেলার যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। তাড়াড়, এই ব্রিজ দু’টি গুরুত্বপূর্ণ বাজারকে যুক্ত করেছে। এক প্রান্তে উত্তর ২৪ পরগনার বোয়ালঘাটা বাজার, আর অন্যদিকে দক্ষিণ ২৪ পরগনার বাজার। ফলে কৃষকরা আনাগোনা করেন এই ব্রিজের উপর ভরসা করেই। দিনের বেলা কোনওরকমে যাতায়াত করা গেলেও, রাতে এই ওভারব্রিজ দিয়ে যাতায়াত করা যায় না। কারণ লোহার সিট ভেঙে গিয়েছে।


    স্থানীয় বাসিন্দা সমীর মণ্ডল, রিয়াজুল ইসলামরা বলেন, দুই ২৪ পরগনার সংযোগকারী এই ব্রিজ বর্তমানে বেহাল। পাশে একটি ব্রিজ থাকলেও এই ব্রিজটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। কিন্তু ব্রিজে নেই আলোর ব্যবস্থা। সেতুটি সংস্কার করা হবে বলে মাঝেমধ্যে ঘোষণা করা হয়। কিন্তু হয়নি এখনও। ভোট এলেই প্রতিশ্রুতি মেলে। কিন্তু কাজ এখনও হল না। তাই দ্রুত এই ব্রিজ সংস্কার করা হোক– এটাই আমাদের দাবি।


    এ বিষয়ে সেচদপ্তরের এক কর্তা জানিয়েছেন, ব্রিজের জন্য সার্ভে হয়েছে। সেই রিপোর্ট জমা দেওয়া হয়েছে দপ্তরে। কিন্তু এখনও অনুমোদন আসেনি। তবে দ্রুত সংস্কার করার 


    চেষ্টা হচ্ছে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)