প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় প্রয়াত, শোকপ্রকাশ মমতার
দৈনিক স্টেটসম্যান | ০৭ জানুয়ারি ২০২৫
সোনারপুর দক্ষিণের প্রাক্তন তৃণমূল বিধায়ক জীবন মুখোপাধ্যায় প্রয়াত। দলের প্রাক্তন বিধায়কের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মমতা লিখেছেন, আমার সহযোদ্ধা, সোনারপুরের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়ের অকাল প্রয়াণে আমি শোকাহত।
মমতা আরও লিখেছেন, জীবন মুখোপাধ্যায় একজন খ্যাতনামা অধ্যাপক ছিলেন। বেশ কয়েকটি পাঠ্য বই লিখেছেন। এলাকায় সমাজকর্মী হিসেবেও জনপ্রিয় ছিলেন তিনি। তাঁর পরিবার-পরিজন, বন্ধুবান্ধব এবং অনুগামীদের সমবেদনা জানাচ্ছি।
২০১১ সালে তৃণমূলের টিকিটে সোনারপুর দক্ষিণ থেকে বিধায়ক নির্বাচিত হন জীবন মুখোপাধ্যায়। ২০১৬ সালেও ওই আসন থেকে জয় পান বর্ষীয়ান এই তৃণমূল নেতা।