• ফের অবস্থান বদল মৈপীঠের বাঘের, দক্ষিণরায়কে ঘরে ফেরাতে বিশেষ পদক্ষেপ
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • বন দপ্তরের কর্মীদের লেজে খেলিয়ে ফের জায়গা বদল মৈপীঠের বাঘ। মঙ্গলবার সকালে প্রথমে বাঘের অবস্থান ছিল মৈপীঠের কিশোরী মোহনপুর সংলগ্ন দক্ষিণ জগদ্দল এলাকায়। ওই এলাকাটি ইতিমধ্যেই জাল দিয়ে ঘিরে ফেলেছেন বন দপ্তরের কর্মীরা। এ দিন সকালে জালের কাছে দেখা যায় বাঘের পায়ের টাটকা ছাপ। বন দপ্তর সূত্রের খবর, সেখান থেকে আরও খানিকটা পুর্ব দিকে এগিয়ে উত্তর জগদ্দল সংলগ্ন জঙ্গলে রয়েছে বাঘটি।

    এরপরেই নতুন করে ১ কিলোমিটার জঙ্গল ঘেরার কাজ চলছে। শুধুমাত্র জঙ্গলের দিক খুলে রেখে বাকি ৩ দিন জাল দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এ ভাবে বাঘটিকে গভীর জঙ্গলে ফেরানোর চেষ্টা হচ্ছে। এ দিন সকালেই ঘটনাস্থলে পৌঁছন এডিএফও অনুরাগ চৌধুরী। তিনি বাঘটিকে জঙ্গলে ফেরানোর তদারকি করছেন। ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন ডিএফও।

    অন্যদিকে, লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ চলে আসায় আতঙ্কিত এলাকার বাসিন্দারা। জঙ্গলের পাশেই একাধিক গ্রাম রয়েছে। রুজি-রুটির জন্য গ্রামবাসীদের জঙ্গলেও যেতে হয়। আপাতত তাঁদের জঙ্গলে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এলাকার বাসিন্দারা লোকালয় সংলগ্ন জঙ্গল নেট দিয়ে ঘিরে ফেলার দাবি জানাচ্ছেন। এ ছাড়া রাস্তায় যাতে পর্যাপ্ত আলো লাগানো হয় সেই দাবিও উঠেছিল। ওই জঙ্গল লাগোয়া গ্রামে রয়েছে মৈপীঠ থানার পুলিশ। সাধারণ মানুষ যাতে সচেতন থাকেন সেই জন্য মাইকে প্রচার চালানো হচ্ছে।

    উল্লেখ্য, গত বুধবারই সুন্দরবনের কুলতলির মৈপীঠের লোকালয়ে দেখা গিয়েছিল দক্ষিণরায়কে। স্থানীয়রা দাবি করছিলেন, মাকড়ি নদী পার করে লোকালয়ে চলে এসেছিল বাঘটি। ওই একই পথে বাঘটিকে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছে বন দপ্তরের কর্মীরা।

  • Link to this news (এই সময়)