• রবিকে জেলা পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার প্রস্তাব এসপি–র
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • এই সময়, বর্ধমান: বাংলা দলের সন্তোষ ট্রফি জয়ের নায়ক ফুটবলার রবি হাঁসদাকে সোমবার সংবর্ধনা দেওয়া হলো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে। সেখানে তাঁকে জেলা পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করার প্রস্তাব দিলেন পুলিশ সুপার সায়ক দাস।

    পুলিশ সুপার বলেন, ‘আমরা রাজ্য পুলিশের কাছে প্রস্তাব পাঠাচ্ছি। রবি হাঁসদার নিয়োগের পর যদি তাঁকে এই জেলায় রাখা হয়, তা হলে জেলা পুলিশের ব্র্যান্ড অ্যাম্বাসাডার করা হবে তাঁকে।’

    এ দিন সংবর্ধনা সভায় মঙ্গলকোট ব্লকের প্রত্যন্ত গ্রাম মশারুর বাসিন্দা রবি বলেন, ‘সন্তোষ ট্রফি জয়ের পর ইন্ডিয়ান ফুটবলের জার্সি পরাই এখন একমাত্র লক্ষ্য।’ সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলাশাসক আয়েসা রানি এ, পুলিশ সুপার সায়ক দাস, বিধায়ক খোকন দাস, রবি হাঁসদার কোচ–সহ পুলিশ–প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।

    মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, ‘অভাবের সঙ্গে লড়াই করে গ্রামের এক আদিবাসী পরিবারের ছেলে এই জায়গায় পৌঁছে জেলাবাসীকে গর্বিত করেছে, এটা অনেক বড় কথা। তবে রবি যাতে হারিয়ে না যায় সে বিষয়টা আমাদের দেখতে হবে।

  • Link to this news (এই সময়)