• বাড়ির দেওয়াল থেকে চুঁইয়ে পড়ছে ভোজ্য তেল? মাটি খুঁড়ে পরীক্ষার সিদ্ধান্ত
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • সোনারপুরে বাড়ির দেওয়াল থেকে চুঁইয়ে পড়া তেলের উৎস কী? তা জানার জন্য মাটি খোদাই করে দেখার সিদ্ধান্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষ দলের।

    কিছুদিন আগেই রাজপুর-সোনারপুর পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের একটি বাড়ির দেওয়াল থেকে তেল গড়িয়ে পড়ার ঘটনায় শোরগোল পড়েছে। ওই বাড়ি স্থানীয় বাসিন্দা রতন সরকারেরও। ৫০ বছরের পুরোনো ওই বাড়ির সংস্কার হয়েছিল ২০২৩ সালের মে মাসে। এরপর থেকেই বাড়ির দেওয়াল বরাবর তেল বার হওয়ার ঘটনা সকলের নজরে আসে। তেলের উৎস কী? তা জানার জন্য রাজপুর সোনারপুর পুরসভার পাশাপাশি ONGC এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জিওলজিক্যাল বিভাগের কাছে আবেদন জানান গৃহকর্তা।

    মঙ্গলবার ওই বাড়িতে পৌঁছন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞরা। তাঁরা ওই তেলের নমুনা সংগ্রহ করেন। তা দাহ্য কি না, সেই পরীক্ষাও করা হয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তুহিন ঘোষ বলেন, ‘এই তেল বিপজ্জনক নয় বলেই মনে হচ্ছে। তা ভোজ্য তেল বলেই মনে হচ্ছে। এই তেল কোথা থেকে আসছে তা জানা দরকার। সেই জন্য আশেপাশের কিছু জায়গা খোদাই করে দেখা হবে। এই উদ্যোগের দায়িত্বে থাকবে রাজপুর সোনারপুর পুরসভা।’

    ইতিমধ্যেই এই তেলের নমুনা সংগ্রহ করেছে ONGC। তারাও খতিয়ে দেখছে গোটা বিষয়টি। গোটা ঘটনায় উদ্বেগে পরিবারের সদস্যরাও। রাজপুর সোনারপুর পুরসভার পুরপারিষদ নজরুল আলি মণ্ডল জানিয়েছিলেন, এই ঘটনা অত্যন্ত সংবেদনশীল। সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে। তেলের উৎস জানার চেষ্টা করছে পুরসভা। স্বাভাবিকভাবে এই ঘটনাকে কেন্দ্র করে কৌতুহল ছড়িয়েছে এলাকাবাসীর মধ্যে।

  • Link to this news (এই সময়)