• HMPV নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই: মমতা
    এই সময় | ০৭ জানুয়ারি ২০২৫
  • হিউম্যান মেটানিউমো ভাইরাস (HMPV) নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই, রাজ্যবাসীকে আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাধারণ মানুষকে চিকিৎসার নামে চলা ‘অসাধু চক্র’ নিয়েও সতর্ক করেছেন তিনি।

    বেঙ্গালুরু, তামিলনাড়ু, আমেদাবাদ, নাগপুরে হদিশ মিলেছে HMPV সংক্রমণের। এরই মধ্যে নেটপাড়ায় এই ভাইরাস নিয়ে একাধিক তথ্যের ছড়াছড়ি। করোনা মহামারীর সেই ভয়াবহ দিনগুলির কথা মনে করে নতুন করে এই HMPV ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। এর সঙ্গে করোনা অতিমারীকে গুলিয়ে ফেলাও ঠিক নয়। একই কথা বলছে স্বাস্থ্য মন্ত্রকও। এ বার আশ্বস্ত করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

    মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে ডুমুরজলা হেলিপ্যাডে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই ভাইরাস নিয়ে চিন্তার কোনও কারণ নেই। কোনও উদ্বেগের বিষয় থাকলে আমরা জানিয়ে দেবো। মুখ্যসচিব আজও বৈঠক করেছেন। যতটা জানা গিয়েছে সেই মোতাবেক এই ভাইরাস মারাত্মক কোনও বিষয় নয়।’

    একইসঙ্গে একশ্রেণির অসাধু চক্র নিয়ে সতর্ক করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘কিছু বেসরকারি অসাধু চক্র সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে। মোটা টাকা বিল করছে। এটা ঠিক নয়। আমরা স্বাস্থ্য সাথী কার্ড তৈরি করেছি সাধারণ মানুষের সুচিকিৎসার জন্য। কিন্তু সাধারণ জ্বরেও মোটা টাকা বিল করছে।’

    উল্লেখ্য, যে চিন থেকে নভেল করোনাভাইরাস বিশ্বে ছড়িয়ে পড়েছিল সেই দেশেই নতুন করে থাবা বসিয়েছে HMPV ভাইরাস। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বহু মানুষ হাসপাতালে ভর্তি, এই দাবিতে একাধিক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল (যার সত্যতা যাচাই করেনি ‘এই সময় অনলাইন’)।

    এর পরে ভারতেও বেশ কয়েকজনের শরীরে এই ভাইরাস মেলায় অল্প উদ্বেগ দেখা গিয়েছিল। যদিও বিশেষজ্ঞরা আগেই জানিয়েছিলেন, এই ভাইরাস নতুন নয়। ২০০১ সালে তা প্রথম চিহ্নিত হয় নেদারল্যান্ডসে। তার পর দুনিয়ার প্রায় সব নাতিশীতোষ্ণ অঞ্চলেই রয়েছে এই ভাইরাস। ভারতও ব্যতিক্রম নয়। প্রতি শীতেই এর প্রকোপ সামান্য বাড়ে। তবে জ্বর-সর্দি-কাশি-গলা ব্যথার উপসর্গ সাধারণত মৃদুই থাকে। খুবই অল্প সংখ্যক ইমিউনোকমপ্রোমাইজ়ড রোগীর নিউমোনিয়া এবং শ্বাসকষ্ট হয়। বাকিরা বাড়িতেই সুস্থ হয়ে যায় সপ্তাহখানেকের মধ্যেই। আপাতত এই নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।

  • Link to this news (এই সময়)