প্রাথমিক নিয়োগে দুর্নীতি নিয়ে ইডির মামলায় সোমবারই চার্জ গঠন হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়, সুজয়কৃষ্ণ ভদ্র-সহ ৬ জনের বিরুদ্ধে। মঙ্গলবার চার্জ গঠন হলো আরও ৪৭ জনের বিরুদ্ধে। তালিকায় রয়েছে অর্পিতা মুখোপাধ্যায়, কুন্তল ঘোষ, তাপস মণ্ডল, মানিক ভট্টাচার্যের ছেলে সৌভিক ভট্টাচার্যের নামও। এ দিন কলকাতার বিচার ভবনে ইডির বিশেষ আদালতে সকলের বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান ব্যাঙ্কশাল আদালতের বিচারক। আদালত জানিয়েছে, চার্জ গঠন প্রায় শেষের মুখে, বুধবারই এই পর্ব শেষ হয়ে যাবে। ১৪ জানুয়ারি থেকে শুরু হবে প্রাথমিক নিয়োগ নিয়ে ইডির মামলায় ট্রায়াল। সাক্ষীদের বয়ান রেকর্ড করা হবে। দ্রুত ট্রায়াল শেষ করার কথাও জানান বিচারক।
এ দিন বিচারক অভিযোগ পড়ে শোনানোর পর বলার সুযোগ পান অর্পিতা মুখোপাধ্যায়। তিনি বিচারককে বলেন, ‘আমি কিছুই জানতাম না। কোনও সরকারি পদে ছিলাম না। আমি নির্দোষ। কী উদ্ধার হয়েছে তাও আমি জানি না।’
কিন্তু এই মামলায় সোমবার প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে চার্জ গঠন হওয়ার সময় আদালত জানিয়েছিল, কোটি কোটি টাকা হাতানোর অভিযোগ রয়েছে প্রাক্তন এই মন্ত্রীর বিরুদ্ধে। সেখানে অর্পিতা মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছিল। অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে প্রায় ৪৯ কোটি টাকা বাজেয়াপ্ত করা, ‘অপা’র নামে বিভিন্ন সম্পত্তিতে অনিয়মের টাকা লগ্নির প্রসঙ্গও উল্লেখ করেছিলেন বিচারক।
অন্য দিকে মঙ্গলবার চার্জ গঠনের পর কুন্তল ঘোষও নিজেকে নির্দোষ দাবি করে আদালতে জানান, কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হওয়ার জন্য তাঁর সঙ্গে প্রতিহিংসার রাজনীতি করা হচ্ছে। কুন্তলের কথা শুনে বিচারক বলেন, ‘কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে ধর্মতলায় বসুন, এখানে নয়।’