• গঙ্গাসাগর মেলাও একদিন জাতীয় মেলা হবে, কেন্দ্রকে খোঁচা দিয়ে দাবি মমতার ...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ গঙ্গাসাগর মেলাও একদিন জাতীয় মেলা হবে। জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ৮ জানুয়ারি বুধবার থেকে শুরু হয়ে যাচ্ছে গঙ্গাসাগর মেলা। চলবে ১৭ জানুয়ারি পর্যন্ত। আগামী মঙ্গলবার অর্থাৎ ১৪ জানুয়ারি সকাল ৬.‌৫৮ থেকে পরের দিন সকাল ৬.‌৫৮ মিনিট পর্যন্ত থাকবে মকর সংক্রান্তি। চলবে পূণ্যস্নান। 

    মঙ্গলবার মমতা জানান, গঙ্গাসাগর মেলার জন্য কাকদ্বীপে স্থায়ী জেটি তৈরি করা হয়েছে। ক্যানিং বাস টার্মিনাসের উদ্বোধন উপলক্ষ্যে এসেছিলেন মমতা। সেখানেই তিনি বলেন, গঙ্গাসাগরে তিনটি স্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছে। মুড়িগঙ্গায় ড্রেজিং করা হয়েছে। গভীরতা বাড়ানোর জন্য। গঙ্গাসাগর মেলা উপলক্ষ্যে লক্ষ লক্ষ মানু্ষ আসবেন সাগরে। তাঁদের জন্য পর্যটক নিবাসের সংস্কার করা হয়েছে। 

    মমতা জানিয়েছেন, গঙ্গাসাগর মেলার জন্য ২২৫০ টি বাস থাকছে। মুড়িগঙ্গায় নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবার ব্যবস্থা করা হয়েছে। দ্রুত পাথরপ্রতিমায় চারটি ভেসেল পরিষেবা চালু হবে। 

    মমতা জানিয়েছেন গঙ্গাসাগর মেলার জন্য বার্জ, ভেসেল, লঞ্চে জিপিএস ট্রাকিং সিস্টেম থাকবে। গতবারের মতো এবারও মেডিক্যাল এমার্জেন্সিতে থাকবে কপ্টার অ্যাম্বুল্যান্স। থাকছে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও। ক্রিটিকাল রোগীর জন্য থাকবে গ্রিন করিডরের ব্যবস্থা। কোনও দুর্ঘটনা হলে ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থাও থাকছে। সাগরে আইসিইউও থাকবে। থাকবে ১২ হাজারের বেশি শৌচালয়। মমতার লক্ষ্য প্ল্যাস্টিকবর্জিত গ্রিন গঙ্গাসাগর মেলা। কোনও সমস্যা হলে আগত পূণ্যার্থীদের প্রশাসনের সাহায্য নিতে বলেছেন মমতা। পাশাপাশি কেন্দ্রকে আক্রমণ করে বলেছেন, ‘‌গঙ্গাসাগর মেলার জন্য কেন্দ্র এক পয়সাও দেয় না। অথচ কুম্ভ মেলার জন্য টাকা দেয়।’‌ মমতা আশাবাদী কুম্ভর মতো গঙ্গাসাগর মেলাও একদিন জাতীয় মেলা হবে। 

     

     

     

     
  • Link to this news (আজকাল)