• 'একটু জ্বর হলেই যদি দু'-তিন লক্ষ টাকা বিল করে..', গঙ্গাসাগর থেকে কী বললেন মমতা ...
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: নতুন বছরে নতুন ভাইরাস ঘিরে তোলপাড় গোটা দেশ। করোনার পর, বর্তমানে আপামর দেশবাসীর উদ্বেগের নতুন কারণ এইচএমপিভি বা হিউম্যান মেটানিউমো ভাইরাস। সোমবার দু'দিনের সফরে গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সেখানে পৌঁছেই এইচএমপিভি ঘিরে আতঙ্ক ছড়াতে নিষেধ করলেন তিনি। আশ্বাস দিলেন, এই ভাইরাস নিয়ে অযথা উদ্বেগের কোনও কারণ নেই। 

    গঙ্গাসাগরে এইচএমপিভি ঘিরে মমতা বলেন, 'ভাইরাস নিয়ে ভয় পাওয়ার, আতঙ্ক ছড়ানোর কোনও কারণ নেই। পরিষ্কার বলছি, কিছু প্রাইভেট চক্র আছে, যারা টাকা ইনকামের জন্য একটু জ্বর হলেই ভয় দেখিয়ে দিচ্ছে। আতঙ্ক ছড়িয়ে এমন কিছু করবেন না, যাতে ওরা এই সুযোগটা পায়। আমি স্বাস্থ্যসাথী করেছি সারা বছর পরিবারের চিকিৎসার জন্য। একটু জ্বর হলেই যদি দু'-তিন লক্ষ টাকা বিল করে, সেটা তো ঠিক নয়।' 

    প্রসঙ্গত, সোমবার দেশে প্রথম এইচএমপিভি আক্রান্তের হদিশ পাওয়া গিয়েছিল। সেদিনই জানা যায়, বেঙ্গালুরুতে দু'জন শিশু, কলকাতা, গুজরাট এবং মহারাষ্ট্রে একজন করে শিশু হিউম্যান মেটানিউমো ভাইরাসে আক্রান্ত হয়েছে। আজ, মঙ্গলবার তামিলনাড়ুতে আরও দু'জন এইচএমপিভি আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছে। এখনও পর্যন্ত দেশজুড়ে এইচএমপিভি আক্রান্ত বেড়ে সাত। চলতি সপ্তাহে শুক্রবার থেকে গঙ্গাসাগর মেলা শুরু হবে। লক্ষ লক্ষ মানুষের সমাগম হবে এই মেলায়। তার আগে এইচএমপিভি ঘিরে আতঙ্ক না ছড়ানোর জন্য আবেদন করলেন মুখ্যমন্ত্রী।
  • Link to this news (আজকাল)