• কপির দাম মাত্র এক টাকা! খবর পেয়ে বাজারে হাজির মন্ত্রী
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক: কপি চাষীদের লোকসানের থেকে রক্ষা করতে উদ্যোগী হল রাজ্য সরকার। কৃষকদের যাতে আর্থিক ক্ষতি না হয় সেজন্য এবার পূর্ব বর্ধমানে তাঁদের থেকে বেশি দামে কপি কেনা হল। মঙ্গলবার সকালেই জেলার নিমতলা কিষান মান্ডিতে এসে বাজার থেকে অতিরিক্ত মূল্য দিয়ে কপি কেনা হয়। ছিলেন জেলার বিধায়ক ও রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, ডেপুটি ডাইরেক্টর (এগ্রিকালচার) সুদীপ পাল ও অন্যান্য সরকারি আধিকারিকরা। 

    জানা গিয়েছে, এবছর জেলায় ফুলকপি ও বাঁধাকপির ব্যাপক ফলন হলেও দাম একেবারেই তলানিতে। অন্যান্য বছর কৃষকরা যে দাম কপি বিক্রি করে পান, এবার তাঁরা সেই দাম তো দূরের কথা চাষের খরচও তুলতে পারছেন না। বিশেষত কালনার পূর্বস্থলির কৃষকরা চরম লোকসানের মুখোমুখি। তাঁদের কথায়, প্রতি কপির দাম এক টাকার বেশি পাওয়া যাচ্ছে না। খবর পেয়ে তাঁদের পাশে দাঁড়াতে উদ্যোগী হয় রাজ্য সরকার। এদিন সকালেই মন্ত্রী স্বপন দেবনাথ এবং জেলার কৃষি বিভাগের আধিকারিকরা চলে আসেন মান্ডিতে। সহায়ক মূল্যে তাঁদের থেকে প্রতি কপি পাঁচ টাকা করে কেনা হয়। 

    মন্ত্রী বলেন, 'কৃষকদের লোকসানের থেকে বাঁচাতে ইতিমধ্যেই কপি কেনা শুরু হয়ে গিয়েছে। সোমবার ৫০০টি কপি কেনা হয়েছিল। মঙ্গলবার ২০০০ ফুলকপি কেনা হয়েছে। আর এই উদ্যোগ শুধুমাত্র কপিতেই সীমাবদ্ধ থাকবে না। অন্যান্য সব্জিও সহায়ক মূল্যে কেনা হবে।' রাজ্য সরকারের এই উদ্যোগে হাসি ফুটেছে কৃষকদের মুখে। মন্ত্রী ও আধিকারিকদের সামনে পেয়ে ধন্যবাদ জানিয়েছেন তাঁরা।
  • Link to this news (আজকাল)