আইনি পরিষেবা সম্পর্কে মানুষকে সচেতন করতে ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটির অভিনব উদ্যোগ
আজকাল | ০৭ জানুয়ারি ২০২৫
মিল্টন সেন, হুগলি: আইনি পরিষেবা সম্পর্কে মানুষকে সচেতন করতে বিচার ব্যবস্থার অভিনব উদ্যোগ। লক্ষ্য সবাই যেন সুবিচার পান। মানুষের সঙ্গে মিলিত হয়ে সকলকে আইনি পরিষেবার আওতায় আনা। জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ বিচার বিভাগেরই অঙ্গ। সেই ডালসা (ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিসেস অথরিটি) মানুষের কাছে পৌঁছতে যুব দিবস উপলক্ষে ফুটবল খেলার আয়োজন করল।
মঙ্গলবার বৈদ্যবাটি বিএস পার্ক ময়দানে অনুষ্ঠিত খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন হুগলি জেলা জজ শান্তনু ঝাঁ। সমাজের অনগ্রসর শ্রেণির যুবকদের নিয়ে বৈদ্যবাটিতে এই খেলা অনুষ্ঠিত হয়। হুগলি জেলা জজ শান্তনু ঝাঁ বলেছেন, জাতীয় আইনি পরিষেবা কর্তৃপক্ষ যেভাবে গাইড করবে সেইভাবে সমাজে বিভিন্ন কাজকর্মের সঙ্গে তিনি যুক্ত হতে চান। তাঁদের মূল উদ্দেশ্য সবাই যেন আইনের সুবিচার পান। কিন্তু সমাজের একটা বড় অংশ আইনি পরিষেবার এই সুযোগ পান না। তাঁরা হয়তো এসব সুযোগ–সুবিধার কথা জানেন না। তাই নানান কাজকর্মের মাধ্যমে তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করা হচ্ছে। সকলেই যাতে বিচার ব্যবস্থার সঙ্গে মিলিত হতে পারেন এবং আস্থা রাখতে পারেন। এদিন ময়দানে উপস্থিত ছিলেন ডালসার সম্পাদক বিচারক মানালী সামন্ত, জেলার মুখ্য বিচারবিভাগীয় বিচারক অসীমানন্দ মণ্ডল সহ জেলা বিচার বিভাগের সঙ্গে যুক্ত অনেকেই।