• মার্চে লন্ডন যেতে পারেন মমতা
    আজকাল | ০৭ জানুয়ারি ২০২৫
  • আজকাল ওয়েবডেস্ক:‌ লন্ডন সফরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। মার্চের তৃতীয় সপ্তাহে। অক্সফোর্ড ইউনির্ভার্সিটি অ্যালুমনি অ্যাসোসিয়েশন সূত্রে খবর, মার্চের ২৪ থেকে ২৬ এর মধ্যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মমতা ব্যানার্জির ভাষণ দেওযার কথা। আমন্ত্রণ এসেছে আগেই। এবার মমতার যাওয়ার পালা। অ্যাসোসিয়েশন সূত্রে খবর, দেশের খুব কম রাজ্যের প্রধানরাই এই সম্মান পেয়েছেন। 

    ২০২৩ সালের নভেম্বরে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে প্রো ভাইস চ্যান্সেলার জোনাথন মিচি মমতাকে আমন্ত্রণ জানিয়েছিলেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আসার কথাও বলা হয়েছিল মমতাকে। মুখ্যমন্ত্রী মমতাকে আমন্ত্রণের কথা ওই সম্মেলন থেকেই ঘোষণা করা হয়েছিল। মমতা সেই আমন্ত্রণ গ্রহণও করেছিলেন। পরবর্তীতে জুন মাসে মুখ্যমন্ত্রীর যাওয়ার কথা থাকলেও নানা কারণে তিনি যেতে পারেননি। এখন দেখার মার্চে মমতা অক্সফোর্ডে যান কিনা। 

     
  • Link to this news (আজকাল)