বহরমপুরের স্কুলে শিক্ষক-এসএফআই কর্মীদের মধ্যে হাতাহাতি, অকুস্থলে পুলিস
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: স্কুলে শিক্ষক এবং এসএফআই কর্মীদের মধ্যেই হাতাহাতি। উত্তপ্ত স্কুল চত্বর। বহরমপুরের ওই স্কুলের ফি বাড়ানো হয়েছে। এর প্রতিবাদ করে এসএফআইয়ের কিছু কর্মী স্কুলের ভিতরে ঢুকে পড়ে। এরপরই স্কুল শিক্ষকদেরকে ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে দেয় বলে অভিযোগ। এই ঘটনার পরই এসএফআই কর্মীদের সঙ্গে কার্যত হাতাহাতি শুরু হয়ে যায় শিক্ষকদের। একপ্রকার ধাক্কা দিয়েই এসএফআই কর্মীদের বাইরে বার করে দেন় স্কুলের শিক্ষকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় পুলিস। অন্যদিকে, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আশিষ মণ্ডলের দাবি, স্কুলের ফি বাড়ানোই হয়নি। অযথাই স্কুলে এসে দাদাগিরি করছে এসএফআই কর্মীরা। তাই তাদেরকে ধাক্কা দিয়ে স্কুল থেকে বের করে দেওয়া হয়েছে। অপরদিকে এসএফআইয়ের অভিযোগ, তাঁদের মহিলা কর্মীদের শ্লীলতাহানি করেছেন স্কুল শিক্ষকরা। পাশাপাশী দলীয় কর্মীদের রাস্তায় ফেলে মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেছেন তাঁরা।