• প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক জীবন মুখোপাধ্যায়
    বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
  • নিজস্ব প্রতিনিধি, বারুইপুর: প্রয়াত তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা অধ্যাপক জীবন মুখোপাধ্যায়। আজ, মঙ্গলবার সকাল ৮টা ৫৭ মিনিটে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর বয়স হয়েছিল ৭৬ বছর। সোনারপুর দক্ষিণ বিধানসভায় তৃণমূলের টিকিটে দাঁড়িয়ে দু’বার বিধায়ক হয়েছিলেন জীবন মুখোপাধ্যায়। বার্ধক্যজনিত কারণে ২০২১ সালে আর ভোটে দাঁড়াননি তিনি। অধ্যাপনার পাশাপাশি একাধিক বই লিখেছেন। মূলত ইতিহাস কেন্দ্রীক লেখা লিখতেন জীবনবাবু। সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তাঁর হৃদযন্ত্রে সমস্যাও দেখা দিচ্ছিল। আজ, মঙ্গলবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়েই প্রয়াত হয়েছেন তিনি। জীবনবাবুর প্রয়াণে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী কাল, বুধবার শেষকৃত্য সম্পন্ন হবে প্রাক্তন বিধায়ক তথা অধ্যাপকের। জীবনবাবুর প্রয়াণে শোকের ছায়া রাজনৈতিক মহলে।
  • Link to this news (বর্তমান)