ডোরিনা ক্রসিংয়ে বেসরকারি ও সরকারি বাসের সংঘর্ষ, জখম চালক
বর্তমান | ০৭ জানুয়ারি ২০২৫
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শহরে ফের গতির জেরে ঘটল দুর্ঘটনা। দুই বাসের সংঘর্ষে খুলে গেল সরকারি বাসের সামনের অংশ। গুরুতর জখম চালক। আজ, মঙ্গলবার সাত সকালে দুর্ঘটনাটি ঘটে ডোরিনা ক্রসিংয়ে। জানা গিয়েছে, একটি বেসরকারি বাসের সঙ্গে সংঘর্ষ হয়েছে সরকারি বাসের। পুলিস সূত্রে খবর, ডোরিনা ক্রসিংয়ে সিগন্যাল পড়ে যাওয়ায় হঠাৎই ব্রেক কষে দাঁড়িয়ে পড়ে ২১২ রুটের বেসরকারি বাসটি। তার পিছনেই ঝড়ের গতিতে আসছিল এসি ২৪ রুটের সরকারি বাস। সিগন্যালের জেরে ২১২ রুটের বাসটি হঠাৎই দাঁড়িয়ে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ওই তার পিছনের দিকে সজোরে ধাক্কা মারে সরকারি বাসটি। যার ফলে ওই সরকারি বাসের সামনের অংশ ও ড্রাইভার-কেবিনের প্রায় গোটাটাই খুলে ছিটকে রাস্তায় পড়ে যায়। পুলিস দুটি বাসকেই আটক করেছে। দুটি বাসেই অল্পসংখ্যক যাত্রী ছিলেন। তারাও অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে। জখম হয়েছেন এসি-২৪ রুটের বাসের চালক। কিন্তু প্রশ্ন উঠছে বারবার বাসের গতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ পুলিসের তরফে দেওয়া হলেও তাতে কেন কাজ হচ্ছে না? গতকাল, সোমবার দুপুরেই বাগুইআটির নারায়ণতলায় সিগন্যালে ভিআইপি রোডের উপর একটি বাস ধাক্কা মারে এক অ্যাপ বাইক চালককে। যার ফলে মৃত্যু হয় তাঁর। ওই অ্যাপ বাইক চালকের পিছনেই বসে ছিলেন এক তরুণী। তিনিও গুরুতর জখম অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।