• ডাম্পারের ধাক্কা, মৃত্যু চিকিৎসকের
    দৈনিক স্টেটসম্যান | ০৭ জানুয়ারি ২০২৫
  • সাঁতরাগাছি ব্রিজে ভয়াবহ দুর্ঘটনা। নার্সিং হোম আসার পথে ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল চিকিৎসকের। মৃতের নাম শুভাশিস। তিনি উত্তরপাড়ার বাসিন্দা। মঙ্গলবার সকালে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে। চালকসহ ডাম্পারকে আটক করেছে হাওড়া পুলিশ।

    সূত্রের খবর, এ দিন সকালে প্রতিদিনের মতো বাড়ি থেকে বেরিয়েছিলেন চিকিৎসক। বাইক নিয়ে ব্রিজে ওঠার পরেই বা দিক দিয়ে ডাম্পারকে ওভারটেক করতে যান তিনি। আর তখনই নিয়ন্ত্রণ হারিয়ে চিকিৎসকে রেলিংয়ের সঙ্গে পিষে দেয় ডাম্পার। পুলিশ গিয়ে চিকিৎসককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)