জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বানর বাহিনীর সীমাহীন উৎপাতে অতিষ্ঠ মাল বাজার শহরের একাংশ। কার্যত লঙ্কাকাণ্ড ঘটাতে শুরু করেছে বানরের দল। গতকাল দুপুরে বানরের একটি বড় দল মাল বাজার শহরে প্রবেশ করে। প্রথমে সুভাষ মোড় সংলগ্ন এলাকার খাবারের দোকান গুলিতে হানা দেয়। কোথাও চিপসের প্যাকেট, আবার কোথাও পাউরুটি সহ একাধিক খাবারের প্যাকেট নিয়ে চম্পট দেয় তারা।
সুভাষ মোড় এলাকায় খাবারের দোকান চালান বিমল বর্মন। খুঁটি বয়ে নেমে দোকানের মধ্যে রাখা আটার প্যাকেট নিয়ে এলাকা ছাড়ে বানরের দল। এরপরই হানা দেয় শহরের উত্তর প্রান্তে থাকা রামকৃষ্ণ কলোনি ও তার পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। এলাকার একাধিক বাড়িতে সীমাহীন উৎপাত চালায় এই বানরের দল। যেমন একাধিক বাড়িতে ঘরের ভেতর ঢুকে রান্না করে রাখা খাবার খেয়ে নেয় তেমনি বাড়িতে থাকা বিভিন্ন ফলের গাছে উঠে গাছ থেকে ফল পেড়ে খেতেও দেখা যায় বানরের দলটিকে। এলাকায় থাকা বিভিন্ন গাছপালা সহ টিনের চাল, বাড়ীর ছাদে ছোটাছুটি করতেও দেখা যায় তাদের।
বিগত বছরেও এই সময়ে বানরের দলের উৎপাত বেড়েছিল শহরের উত্তর প্রান্তের এলাকাগুলিতে। শীতের এই মরশুমে বানরের আগমনে ভয়ের ভীতি ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। স্থানীয়দের মধ্যে প্রশ্ন জেগেছে জঙ্গলে হয়তো পর্যাপ্ত পরিমাণ খাবার নেই। তাই হয়তো বন্যপ্রাণীদের আগমন ঘটছে জনবসতি এলাকাগুলিতে।
এদিন সকাল থেকেই বানরের দল রামকৃষ্ণ কলোনি সহ পার্শ্ববর্তী এলাকাতে উৎপাত চালাতে শুরু করেছে। যখন তখন গৃহস্থের বাড়িতে ঢুকে পড়ছে বানরের দল। বানরের দল দেখতে ভিড় জমিয়েছে এলাকার কচিকাঁচাদের দল। তবে সকলের মধ্যেই ভয়-ভীতি বিরাজ করতে শুরু করেছে। যেকোনো মুহূর্তে গৃহস্থের বাড়ির রান্নাঘরে ঢুকে খাবার সহ যাবতীয় সামগ্রী তছনছ করতে শুরু করেছে। বিষয়টি নিয়ে স্থানীয় বনদপ্তরে ফোন করা হলে ব্যাবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে। স্থানীয় বাসিন্দা সোমনাথ দত্ত বলেছেন, বানর দলের সীমাহীন উৎপাতে কার্যত অতিষ্ঠ হয়ে উঠেছেন তারা। কিভাবে বানর দলের মোকাবিলা করবেন তা নিয়ে চিন্তিত মালবাজার শহরের উত্তর অংশের বাসিন্দারা।