দেবব্রত ঘোষ: সাতসকালে মর্মান্তিক দুর্ঘটনা। প্রাণ গেল এক চিকিত্সকের। নাম শুভাশিস ঘোষ(৪০)। দুর্ঘটনার পর তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও তাঁকে বাঁচানো যায়নি। হাওড়ার একটি বেসরকারি নার্সিংহোমের সঙ্গে যুক্ত ছিলেন ওই চিকিত্সক। পুলিস সূত্রে খবর, ওই চিকিত্সকের বাড়ি হুগলির উত্তরপাড়ায়।
মঙ্গলবার সকালে ওই দুর্ঘটনা ঘটে হাওড়ার সাঁতরাগাছি ব্রিজে। উত্তরপাড়ার বাসিন্দা শুভাশিস ঘোষ বিভিন্ন বেসরকারি হাসপাতালে রোগীর অ্যানাস্থেসিয়া করতেন। হাওড়ার একাধিক হাসপাতালের সঙ্গে তিনি যুক্ত ছিলেন। এদিন সকালে উলুবেড়িয়ার একটি হাসপাতাল থেকে বেরিয়ে রামতলায় অন্য একটি বেসরকারি হাসপাতালে যাচ্ছিলেন। সেইসময়ে সাঁতরাগাছি ব্রিজে ওই দুর্ঘটনা ঘটে।
পুলিস সূত্রে খবর, ব্রিজ দিয়ে যাওয়ার সময় একটি বেসরকারি বাস তাঁকে পাশ থেকে চেপে দেয়। তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে তিনি বাইক নিয়ে সরাসরি ডিভাইডারে ধাক্কা মারেন। ঘটনাস্থলে গুরুতর জখম অবস্থায় পড়ে যান। তাঁর বুকে ও মাথায় প্রবল আঘাত লাগে। আশঙ্কাজনক অবস্থায় পুলিস তাঁকে হাওড়া জেলা হাসপাদতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিত্সকেরা।
খবর পেয়ে হাসপাতালে ছুটে আসেন চিকিত্সকের পরিবারের লোকজন। চিকিত্সকের পরিচিত দিলীপ পাছার বলেন, শুভাশিসবাবুর বাড়িতে তাঁর বাবা-মা, স্ত্রী ছাড়াও এক শিশু পুত্র আছে। ঘটনার তদন্ত করছে পুলিস।
অন্যদিকে, হাওড়ার চারমাইলে জাতীয় সড়কে এক দুর্ঘটনায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে ট্রেলারে। এরপর উল্টে গিয়ে অন্য লেনে চলে যায়। গাড়িতে বজবজের বাসিন্দা এক দম্পত্তি ছিলেন। তারা আগরপাড়া থেকে ফিরছিলেন। এলাকার মানুষ ও পুলিস এসে ওই দম্পতিকে উদ্ধার করে। তাদের জগদীশ পুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনা বলে স্থানীয়রা জানান।