• নবান্নে জরুরি বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী, আগামীকালের প্রস্তুতি শুরু করলেন কর্তারা
    হিন্দুস্তান টাইমস | ০৭ জানুয়ারি ২০২৫
  • গঙ্গাসাগর মেলা খতিয়ে দেখার পর আজ কলকাতায় ফিরে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, মঙ্গলবার কলকাতায় ফিরেই আগামীকাল বুধবার নবান্নে জরুরি বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী। প্রশাসনিক কর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ এই বৈঠকে বাণিজ্য সম্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে প্রশাসন সূত্রে খবর। আগামী ফেব্রুয়ারি মাসের ৫–৬ তারিখে বাংলায় বসবে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন। ২০২৬ সালে বাংলায় বিধানসভা নির্বাচন আছে। তার প্রাক্কালে এই বৃহৎ মঞ্চ থেকে বাংলার শিল্প সম্ভাবনা রাজ্যবাসীর কাছে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী। তাই এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

    এই বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলন করার জন্য মুখ্যমন্ত্রী প্রশাসনিক কর্তাদের সঙ্গে বারবার বৈঠক করেছেন। সেই মতো দায়িত্ব ভাগ করে দিয়েছেন। এবার বিস্তারিত রিপোর্ট নেওয়ার পালা। এই বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যসচিব মনোজ পন্থ–সহ প্রশাসনের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যসচিবের কাছ থেকে সব তথ্য জানতে চাইবেন। গত সপ্তাহে নবান্নে মুখ্যসচিবের নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়েছিল। সেখানে কিছু তথ্য উঠে এসেছে। এবার বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পেশ করবেন মুখ্যসচিব। মুখ্যমন্ত্রী সবকিছু দেখে সিলমোহর দিলেই জোরকদমে শুরু হয়ে যাবে কাজ।


    রাজ্যে বিনিয়োগ এবং শিল্পোন্নয়নের ক্ষেত্রে জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিদেশ সফরে গিয়েছেন লগ্নি টানতে। এবার শুধু মানুষের সামনে নিয়ে আসার পালা। যাতে বাংলার বেকার শিক্ষিত যুবক–যুবতীদের কর্মসংস্থান হয়। এই বৈঠকে ডাকা হয়েছে পশ্চিমবঙ্গ শিল্পোন্নয়ন নিগমের প্রতিনিধিদের। সেখান থেকেও রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী। শিল্পের উন্নয়ন এবং বিনিয়োগের পরিকাঠামো উন্নয়ন নিয়ে পরিকল্পনা কতটা এগিয়েছে সেটাও পর্যালোচনা করা হবে। শিল্পের জন্য পশ্চিমবঙ্গকে একটি আদর্শ বিনিয়োগ কেন্দ্র হিসেবে তুলে ধরতে চান মুখ্যমন্ত্রী।

    এই বৈঠক ডাকার পরই আজ প্রশাসনিক কর্তাদের মধ্যে ব্যস্ততা চরমে উঠে যায়। শিল্প বৈঠকে প্রশাসনিক কর্তাদের কাছ থেকে গোটা পরিকল্পনা জেনে নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিবহণ, পরিকাঠামো, শিল্প, এবং বিনিয়োগ নিয়ে সব তথ্য জেনে নেবেন তিনি। এই বৈঠকে শিল্প সম্মেলনের সঙ্গে যুক্ত সব বিভাগকেই হাজির হতে নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি প্রতিনিধিদের আতিথেয়তা সংক্রান্ত প্রস্তুতিও খতিয়ে দেখবেন তিনি। রাত পোহালেই বুধবার নবান্নের বৈঠক হবে। আর তা শেষ হলেই মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বাবুঘাটের অস্থায়ী শিবিরে। সেখানে তীর্থযাত্রীদের সঙ্গে কথা বলবেন। আউট্রাম ঘাটে একটি জেটিরও উদ্বোধন করার কথা মুখ্যমন্ত্রীর।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)